৮০০ বছর পর এক বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকবে পৃথিবীবাসী

অনলাইন ডেস্ক, ৬ ডিসেম্বর।। ৮০০ বছর পর এক বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকতে চলেছে পৃথিবীবাসী। আগামী ১৬ থেকে ২৫ ডিসেম্বরের মধ্যে কাছাকাছি আসতে চলেছে বৃহস্পতি ও শনি। জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, ২১ ডিসেম্বর তারা এতটা কাছাকাছি চলে আসবে, যে তাদের দেখে ‘যুগ্ম গ্রহ’ বলে মনে হতে পারে। শেষ বার ১২২৬ সালের ৪ মার্চ ভোরে কাছাকাছি এসেছিল দু’টি গ্রহ।

আবার ২০৮০-র ১৫ মার্চ পরবর্তী যুগলবন্দি দেখা যাবে।জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, বৃহস্পতি ও শনি এই দুই গ্রহের বিন্যাস অত্যন্ত বিরল। প্রতি ২০ বছর অন্তর এই ব্যবধানের তারতম্য ঘটে। ফলে এই যুগলবন্দি অত্যন্ত বিরল। জ্যোতির্বিজ্ঞানীরা জানাচ্ছেন, ২১ ডিসেম্বর যখন গ্রহদুটি যখন কাছাকাছি আসবে, সেই সময় তাদের মধ্যে পূর্ণচন্দ্রের ব্যাসের এক পঞ্চমাংশ দূরত্ব থাকবে। দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে সেই সময় তাদের উপগ্রহগুলিও দেখা যেতে পারে। তবে নিরক্ষরেখা বরাবর যে দেশগুলি রয়েছে, সেখান থেকে সবচেয়ে ভাল ভাবে বিষয়টি লক্ষ করা যাবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?