অনলাইন ডেস্ক, ৬ ডিসেম্বর।। এক ম্যাচ বাকি থাকতেই টি-টোয়েন্টি সিরিজ জিতে নিল ভারত। তার চেয়েও বড় কথা, সীমিত ওভারের ক্রিকেটের দুই সেরা তারকা রোহিত শর্মা এবং যশপ্রীত বুমরাকে ছাড়াই এই সিরিজ জয় অধিনায়ক বিরাট কোহলির আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে। তারই সঙ্গে উচ্ছ্বসিত কোহলি এও মেনে নিয়েছেন, হার্দিক পাণ্ড্যর মতো সহজাত প্রতিভা পাশে থাকায় তাঁর কাজ সহজ হয়ে গিয়েছে। রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টানা দ্বিতীয় জয়ের পরে কোহলি বলেছেন, “আমার কাছে এই জয়ের দারুণ একটা মূল্য রয়েছে। দল হিসেবে লড়াই করেছি আমরা। তার উপরে দলে রোহিত শর্মা এবং যশপ্রীত বুমরার মতো দুই তারকা ছিল না। ওরা দুজনেই কিন্তু সাদা বলের ক্রিকেটে বিশেষজ্ঞ হিসেবে পরিচিত। তার পরেও দল যে ভাবে লড়াই করে সিরিজ জিতেছে, তার জন্য অধিনায়ক হিসেবে আমি গর্বিত।” এখনও ভারতেই রয়েছেন রোহিত শর্মা। টেস্ট সিরিজের আগে তাঁর অস্ট্রেলিয়ায় উড়ে যাওয়ার আদৌ কোনো সম্ভাবনা রয়েছে কি না, তা নিয়ে সকলেই রয়েছেন অন্ধকারে। তবে সেই সংকট কাটিয়ে দিয়েছেন হার্দিক। যিনি এ বারের আইপিএলেও ছিলেন দুর্দান্ত ফর্মে।
কোহলি বলেছেন, “চার বছর আগে ওর সহজাত প্রতিভাকে নজরে রেখেই টি-টোয়েন্টি দল নিয়মিত ক্রিকেটার হিসেবে যুক্ত করা হয়েছিল। সময়ের সঙ্গে হার্দিক নিজেকে পরিণত করে তুলেছে এবং বুঝতে পারছে আগামী চার-পাঁচ বছরে ও-ই আমাদের দলের সেরা জয়ের হাতিয়ার হয়ে উঠবে। আমরা ওকে নিয়ে বিশ্বের যে কোনও মাঠে জেতার ক্ষমতা রাখি।” সেখানেই না থেমে কোহলি আরও বলেছেন, “হার্দিক এখন নিজেকে ফিনিশার হিসেবে প্রতিষ্ঠিত করতে নেমেছে। ওর থেকে সেই ব্যাপারটাআ আমরা চাই। ও মন থেকে ক্রিকেটটা খেলে এবং শটে প্রচণ্ড জোর রয়েছে। মাঠে নেমে ওর আগ্রাসী মানসিকতা প্রতিপক্ষকেও চাপের মধ্যে রেখে দেয়। এদিনের ম্যাচে সেটা আরও একবার প্রমাণ করেছে হার্দিক।” অস্ট্রেলিয়া দলের কোচ জাস্টিন ল্যাঙ্গার যেমন মেনে নিয়েছেন, রবিবারের হার্দিক পাণ্ড্যের আক্রমণাত্মক ব্যাটিংয়ে তিনি খুঁজে পেয়েছেন মহেন্দ্র সিং ধোনির ছায়া। তিনি বলেছেন, “একটা সময় এভাবেই ধোনি একার দায়িত্বে দলকে ম্যাচের পর ম্যাচে জিতিয়েছে। খেলা শেষ করে মাঠ ছেড়েছে। এ দিন হার্দিকের ব্যাটিংয়ে শেষের দিকে মনে হল যেন ধোনি ব্যাটিং করতে নেমেছে। ওর ওই দুটো ছয়ই আমাদের ম্যাচ জয়ের স্বপ্ন শেষ করে দেয়। ওর খেলাটা আমি উপভোগ করেছি।”