অনলাইন ডেস্ক, ৭ ডিসেম্বর।। বলিউড ছেড়েছেন বহু বছর আগে। হিমাচল প্রদেশের সিমলা শহরের মেয়ে প্রীতি জিন্টা ইংরেজি ও অপরাধ মনোবিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করার পরেও বলিউডে নাম লেখান। বড় পর্দায় তার অভিষেক হয় ‘দিল সে’ চলচ্চিত্রের মাধ্যমে।
ওই একই বছর ‘সোলজার’ চলচ্চিত্রে তিনি অভিনয় করেন। তখন থেকেই প্রীতির রূপে মুগ্ধ আপামর বলিউড। এখনো পর্যন্ত তিনি যে ক’টি হিন্দি সিনেমায় অভিনয় করেছেন তার সবকটি হিট। ২০০৬ এ ‘কাভি আলবিদা না কেহেনা’ দিয়ে নিজের যাত্রা প্রায় শেষ করেন। যদিও ২০০৮ এ ‘হেভেন অন আর্থ’ মুভিতে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য সিলভার হুগো পুরস্কার পান। ইতি টানেন অভিনয় জগৎ থেকে।
মন দেন ক্রীড়াক্ষেত্রে। বর্তমানে তিনি কিংস ইলেভেন পঞ্জাবের মালকিন। বলিউড কেলেঙ্কারির পর নিজের মান বাঁচাতে মরিয়া প্রীতি বলিউড ছাড়েন। সেই সময় প্রেমে পড়েন নেস ওয়াদিয়ার সঙ্গে। সেখানেও তিনি জনসমক্ষে চূড়ান্ত অপমানিত হন। বিচ্ছেদের পর কিংস ইলেভেন পঞ্জাব দলের অংশীদার মালিকানার ক্ষেত্রে সৌজন্যতা মূলক সম্পর্ক বাঁচিয়ে রেখেছেন প্রীতি।
এখন ঘর বেঁধেছেন জিন গুডএনাফের সঙ্গে। ২০১৬ তে প্রথমবার বিয়ে করেন প্রীতি গুডএনাফকে। ইনি যুক্তরাষ্ট্র ভিত্তিক জলবিদ্যুৎ প্রকল্প কোম্পানি এনলাইন এনার্জির অর্থায়ন বিভাগে সহ-সভাপতি। বর্তমান স্বামীর জন্য করভা চৌথ এর উপোষ পর্যন্ত করেন প্রীতি। চুটিয়ে সংসার আর কিংস ইলেভেন পঞ্জাব সামলাচ্ছেন প্রীতি।
আবারও তাঁকে স্বমহিমায় দেখা গেল সোশ্যাল মিডিয়ার পাতায়। গ্ল্যামারাস মুডে ফিরলেন প্রীতি। টুকটুকে লাল ড্রেসে সেজে উঠলেন বলিউডের অন্যতম সুন্দরী নায়িকা প্রীতি। এখনো তাঁকে দেখে বোঝা যাবে না যে তিনি ৪৫ এ এসে ঠেকেছেন। মিষ্টি হাসিতে এখনো কাঁত করে দিতে পারেন হাজার পুরুষ হৃদয়।