অনলাইন ডেস্ক, ৭ ডিসেম্বর।। ফাইজারের পর ভারতে করোনার টিকাকরণের অনুমতি চাইল সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ব্রিটেনের সংস্থা অ্যাস্ট্রোজেনেকার সঙ্গে যৌথভাবে করোনার ভ্যাকসিন তৈরি করছে সেরাম।
সেই ভ্যাকসিনে এবার জরুরিভিত্তিতে ব্যবহারের জন্য ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার কাছে অনুমতি চাইল এই সংস্থা। জানা গিয়েছে, সেরাম ইনস্টিটিউট ড্রাগ কন্ট্রোলারকে এক আবেদন জানিয়েছে, করোনার টিকা কোভিশিল্ড অত্যন্ত নিরাপদ ও সুরক্ষিত। মানুষের উপর এই ভ্যাকসিন প্রয়োগ করা যেতে পারে। এই ভ্যাকসিন ব্যবহার করলে ভাল ফল মিলবে।
ইতিমধ্যেই সংস্থা তৃতীয় পর্বে কোভিশিল্ডের যে পরীক্ষা চালিয়েছে তার ফল অত্যন্ত সন্তোষজনক। সে কারণেই জরুরিভিত্তিতে টিকাকরণের অনুমতি চাইছে সংস্থা। উল্লেখ্য, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের সঙ্গে যৌথভাবে কোভিশিল্ডের তৃতীয় পর্বের পরীক্ষা চলছে। দেশের একাধিক রাজ্যের বিভিন্ন হাসপাতালে এই পরীক্ষা হচ্ছে। সেরামের সিইও আদর পুনাওয়ালা দু’দিন আগেই জানিয়েছেন, তাঁদের সংস্থার তৈরি টিকা কোভিশিল্ড বয়স্কদের শরীরে খুব ভাল কাজ দিচ্ছে।
একই সঙ্গে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, ২০২১-এর মাঝামাঝি সময়ে তাঁরা টিকার ১০ কোটি ডোজ তৈরি করবেন। তাঁদের তৈরি ভ্যাকসিন সংরক্ষণ করাও খুব সহজ। ২ থেকে ৮ ডিগ্রি তাপমাত্রায় এই ভ্যাকসিন সংরক্ষণ করা যাবে। উল্লেখ্য, কয়েকদিন আগেই ভারতে টিকাকরণের অনুমতি চেয়েছে মার্কিন সংস্থা ফাইজার।
ফাইজারের তৈরির ভ্যাকসিন ৯৫ শতাংশ কার্যকর হলেও তা সংরক্ষণ করা খুব কঠিন। কারণ এই ভ্যাকসিনকে মাইনাস ৭০ ডিগ্রি তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়। এখন দেখার ফাইজার এবং সেরাম ইনস্টিটিউটের টিকাকরণের এই আবেদনের বিষয়ে কি সিদ্ধান্ত নেয় ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া।