স্টাফ রিপোর্টার, আগরতলা, ৭ ডিসেম্বর।। স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা মেনে সোমবার থেকে রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি স্কুলে দশম এবং দ্বাদশ শ্রেণীর নিয়মিত ক্লাস শুরু হয়েছে। পাশাপাশি নিয়মিত ক্লাস শুরুর নির্দেশ রয়েছে কলেজ স্তরেও। ১ ০০ শতাংশ শিক্ষক শিক্ষিকাকে স্কুলে উপস্থিত থাকতে হবে। দপ্তর থেকে একটি কমিটি স্কুলগুলি পরিদর্শন করবে। তবে নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে আসতে ছাত্র-ছাত্রীদের অবশ্যই অভিভাবকের কাছ থেকে অনুমতি নিয়ে আসার জন্য দপ্তরের নির্দেশ রয়েছে।
এবং সেই সম্মতি পত্র ছাত্র-ছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠানের কতৃপক্ষের কাছে জমা দিতে হচ্ছে। স্বাস্থ্য দপ্তরের নির্দেশ রয়েছে ছাত্র-ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা উভয়কে দৈহিক দুরত্ব মেনে চলতে হবে। ছাত্র-ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা সকলের শারীরিক তাপমাত্রা পরিক্ষা করতে হবে এবং জীবাণু নাশক সাবান ও জলের ব্যবস্থা রাখার। সপ্তাহে একবার স্কুল জীবাণু মুক্ত করতে হবে। আর যদি কোন শিক্ষক শিক্ষিকা, অশিক্ষক এবং ছাত্র-ছাত্রীর কোভিড পজেটিভ হয়, তাহলে স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা, অশিক্ষক এবং ছাত্র-ছাত্রীর কোভিড টেস্ট করতে হবে। এখন দেখার বিষয় দপ্তর কতটা সাফল্যের খাতায় নাম লেখাতে পারে।