এবার কৃষকদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ করল বিজেপি

অনলাইন ডেস্ক, ৭ ডিসেম্বর।। এবার কৃষকদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ করল বিজেপি। কেন্দ্রের প্রধান শাসক দলের অভিযোগ, কৃষকরা দ্বিচারিতা করছেন। অতীতের কথা টেনে এনে বিজেপি এদিন কৃষকদের স্মরণ করিয়ে দেয়, বহুদিন আগে কৃষকদের দাবি মেনেই কৃষিক্ষেত্রে বেসরকারিকরণ হয়েছিল।

এখন সেই কর্পোরেটের ভূমিকা নিয়েই অভিযোগ জানিয়ে কৃষকরা আন্দোলন করছেন। এ বিষয়ে বিজেপির সাধারণ সম্পাদক বি এল সন্তোষ পুরনো সংবাদপত্রের একটি পাতার ছবি টুইট করেন।

পাঞ্জাবের একটি ইংরেজী খবরের কাগজে লেখা হয়েছে, কৃষকদের দাবি গম চাষের ক্ষেত্রে কর্পোরেটদের প্রবেশাধিকার দেওয়া হোক। কাজেই বর্তমান ঘটনা থেকে এটা পরিষ্কার যে কৃষকরা দ্বিচারিতা করছেন। আসলে কিছু রাজনৈতিক দল কৃষকদের ভুল বোঝাচ্ছেন। সে কারণে কৃষকরা কৃষি আইনের বিরুদ্ধে এ ধরনের আন্দোলন করছেন। কিন্তু কৃষকরা যদি ভাল করে খতিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন এই আইন তাঁদের ভালর জন্যই করা হয়েছে।

উল্লেখ্য, ২০১১-য় কেন্দ্রের কৃষিমন্ত্রী ছিলেন এনসিপি নেতা শরদ পাওয়ার। কৃষিমন্ত্রী হিসেবে সে সময় পাওয়ার বিভিন্ন রাজ্যের কাছে বেসরকারি কৃষি বাজারের জন্য আবেদন জানিয়েছিলেন। তৎকালীন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে পাওয়ার এক চিঠিতে লিখেছিলেন, এপিএমসি আইন সংশোধন করার কোনও প্রয়োজন নেই।

পুরনো আইনেই কৃষি ক্ষেত্রে বিনিয়োগ আরও বাড়বে কৃষকদের মধ্যে স্বাস্থ্যকর প্রতিযোগিতা তৈরি হবে। এতে কৃষি ও বাণিজ্য উভয়ের পক্ষেই ভাল হবে। বিজেপি নেতার এদিনের এই টুইটে নতুন করে বিপাকে পড়েছেন এনসিপি নেতা পাওয়ার। কারণ পাওয়ার এই মুহূর্তে মোদি সরকারের আনা কৃষি আইনের বিরোধিতা করছেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?