সকালে দিল্লিবাসীর ঘুম ভাঙল প্রবল গুলির শব্দে, পাঁচ জঙ্গি গ্রেফতার

অনলাইন ডেস্ক, ৭ ডিসেম্বর।। প্রবল ঠান্ডায় জবুথবু অবস্থা দিল্লির। সকাল হলে রাস্তাঘাটে বিশেষ লোকজন চোখে পড়ছে না। এরই মধ্যে সোমবার সকালে দিল্লিবাসীর ঘুম ভাঙল প্রবল গুলির শব্দে।

এদিন সকালে পূর্ব দিল্লিতে দিল্লি পুলিশের স্পেশাল সেলের সঙ্গে গুলির লড়াই চলে জঙ্গিদের। এই ঘটনায় পাঁচ জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সোমবার সকাল ৭ টা নাগাদ পূর্ব দিল্লির শেখপুরা এলাকায় এই সংঘর্ষ হয়। গোপন সূত্রে পুলিশের কাছে খবর ছিল, শেখপুরা এলাকায় কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি ঘোরাফেরা করছে।

তাই রবিবার রাত থেকেই সেখানে সতর্ক নজরদারি চালাচ্ছিল পুলিশ। সোমবার সকালে শুরু হয় এনকাউন্টার। বেশ কিছুক্ষণ গুলির লড়াই চলার পর জঙ্গিরা আত্মসমর্পণ করতে বাধ্য হয়। স্পেশাল সেলের পুলিশ কমিশনার প্রমোদ কুশওয়াহা জানিয়েছেন, শেখপুরা এলাকায় এই অপারেশন চালানো হয়। ধৃত জঙ্গিদের মধ্যে দু’জন পঞ্জাবের এবং বাকি তিনজন কাশ্মীরের বাসিন্দা।

ধৃতদের কাছ থেকে প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক উদ্ধার হয়েছে। তবে তাদের পরিচয় এখনও স্পষ্ট করে জানা যায়নি। পুলিশ কমিশনারের দাবি, ধৃতেরা কোন জঙ্গি সংগঠনের সদস্য তা এখনও জানা যায়নি। তবে তাদের জেরা চলছে। এই জঙ্গিদের সঙ্গে পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর যোগ রয়েছে বলে তিনি জানান। ওই জঙ্গিরা আইএসআইয়ের কাছ থেকে নিয়মিত অস্ত্রশস্ত্র, বিস্ফোরক-সহ বিভিন্ন জিনিস পায় বলে কমিশনার জানান।

উল্লেখ্য, সম্প্রতি কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশের ঘটনা বেড়ে গিয়েছে। একই সঙ্গে সীমান্তের ওপার থেকে পাকিস্তান নিয়মিত সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে গোলাগুলি চালাচ্ছে। কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর কড়া নজরদারি চলছে। বিশেষজ্ঞরা মনে করছেন, কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর নজরদারি এড়াতেই জঙ্গিরা দিল্লিতে প্রবেশ করেছিল। আইএসআইয়ের নির্দেশেই তারা কাশ্মীরকে এড়িয়ে দিল্লিতে আশ্রয় নিয়েছিল।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?