অনলাইন ডেস্ক, ৬ ডিসেম্বর।। মুম্বইয়ের অন্যতম ব্যস্ত এলাকা লালবাগের এক বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণে অন্ততপক্ষে ১৭ জন গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এদের মধ্যে একটি শিশু আছে। রবিবার এই ঘটনার জেরে লালবাগ এলাকায় ব্যাপক উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর পেয়ে বৃহনমুম্বই পৌরসভা এলাকায় দুটি জলের ট্যাঙ্ক পাঠায়। ওই জলের ট্যাঙ্কই আগুন নিয়ন্ত্রণে আনে। এদিনের এই ঘটনায় গণেশ গলি এলাকায় সারাভাই বিল্ডিংয়ের অন্তত ১৭ জন অগ্নিদগ্ধ হয়েছেন। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণে আহতদের বেশিরভাগই কিং এডওয়ার্ড হাসপাতালে ভর্তি।
বেশিরভাগ মানুষই ৬০ শতাংশ অগ্নিদগ্ধ হয়েছেন। চারজন ভর্তি হয়েছেন মাসিনা হাসপাতলে। এদের সকলের অবস্থাই আশঙ্কাজনক। কিং এডওয়ার্ড হাসপাতালের সুপার হেমন্ত দেশমুখ জানিয়েছেন, ১০ জনের অবস্থা অত্যন্ত সংকটজনক। তাদের বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। এদিন মুম্বইয়ের মেয়র কিশোরী পেডেনকর ঘটনাস্থল পরিদর্শনে যান। একটি ছোট ঘরে প্রথমে আগুন লাগে বলে জানা গিয়েছে। মেয়র জানিয়েছেন, একটি ছোট ঘরে প্রথমে সিলিন্ডার বিস্ফোরণ হয়। তারপরেই ঘরের দেয়াল ভেঙে আগুন ছড়িয়ে পড়ে। এদিনের এই দুর্ঘটনায় এক শিশুর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। ওই শিশুটি মাসিনা হাসপাতালে ভর্তি রয়েছে। জানা গিয়েছে ওই বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠান ছিল। বিয়ে বাড়ি উপলক্ষে বেশকিছু আমন্ত্রিত অতিথিও এসে হাজির হয়েছিলেন। এদের সকলকেই পাশের একটি হোটেলে রাখার বন্দোবস্ত করা হয়।