অনলাইন ডেস্ক, ৭ ডিসেম্বর।। বিয়ে ভাঙার গুঞ্জনের মধ্যেও শ্রাবন্তীকে সিঁদুর মাথায় দেখছে দর্শকরা। আপাতত স্টার জলসার একটি রিয়্যালিটি শো হোস্ট করেন নায়িকা, সেখানেও সিঁদুর মাথাতেই দেখা যায় তাকে। সিঁদুর পরা কিংবা না পরা কারোর ব্যক্তিগত সিদ্ধান্ত কিন্তু এই নিয়েই পরোক্ষে কটাক্ষ ধেয়ে এসেছিল রোশনের তরফ থেকে। রোশন লেখেন- ব্যক্তিগতভাবে আমি সেই সব মেয়েদের ঘৃণা করি যারা সিঁদুর লাগায় অথচ তাদের স্বামী অথবা সাবেক সেটা পছন্দ করে না যখন সেটি তাদের জন্য লাগানো হয়।
রোশনের তরফে এই কটাক্ষ ধরে আসার পর থেকে সোশ্যাল মিডিয়ায় শ্রাবন্তী ধরা দিচ্ছেন নতুন লুকেই। আপাতত হইচইয়ের নতুন ওয়েব সিরিজের শুটিংয়ে ব্যস্ত নায়িকা। সেখানে শুটিংয়ের ফাঁকেও খোস মেজাজে পাওয়া গেলো শ্রাবন্তীকে। শুধু শুটিংয় সেটেই নয়, এখন পর্দার বাইরেও একদম অন্যরকম লুকে ধরা দিচ্ছেন শ্রাবন্তী। সম্প্রতি নায়িকা সাদাকালোতেও বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন সোশ্যালে। দুজনের ওয়েব সিরিজের শুটিংয়ের ফাঁকে শ্রাবন্তী।