স্টাফ রিপোর্টার, আগরতলা, ৭ ডিসেম্বর।। ২১ ডিসেম্বর আগরতলা পুর নিগমের মেয়াদ শেষ হবে। তার আগে সোমবার শেষ বারের মতো আগরতলা পুর নিগমের কাউন্সিলার, মেয়র ইন কাউন্সিলারদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। আগরতলা টাউন হলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র প্রফুল্লজিৎ সিনহা, আগরতলা পুর নিগমের কমিশনার সিদ্দার্থ শিব জয়সওয়াল, নিগমের ডেপুটি মেয়র সমর চক্রবর্তী, মেয়র ইন কাউন্সিল ফুলন ভট্টাচার্য সহ অন্যান্যরা।
এইদিনের বৈঠকে আগরতলা পুর নিগমের বিগত দিনের কাজের বিষয়ে পর্যালোচনা হয়। কাউন্সিলাররা তাদের বক্তব্য তুলে ধরে বৈঠকে। নিগমের মেয়র প্রফুল্লজিৎ সিনহা জানান ২১ ডিসেম্বর নিগমের মেয়াদ শেষ হবে। তার আগে এইটি শেষ বৈঠক। প্রতিবারই এই ধরনের বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানান তিনি।