স্টাফ রিপোর্টার, আগরতলা, ৭ ডিসেম্বর।। ৭ ডিসেম্বর সশস্ত্র বাহিনীর পতাকা দিবস। প্রতি বছরের ন্যায় এ বছরও রাজ্যজুড়ে সশস্ত্র বাহিনীর পতাকা দিবস উদযাপন করা হয়। এই উপলক্ষে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সশস্ত্র বাহিনীর কল্যানে দানও করছেন। এদিকে, রাজধানীর পোস্ট অফিস চৌমুহনী স্থিত শহিদ বেদিতে শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে এই পতাকা দিবস এর সূচনা হয়।
এই দিনে বীর সৈনিকদের স্মরণ করার পাশাপাশি মাতৃ ভূমির জন্য তাদের বলিদানকে সম্মান জানানো হয়। ১৯৪৯ সাল থেকে এই সশস্ত্র বাহিনী পতাকা দিবস উদযাপিত হয়ে আসছে। সংসদীয় কমিটি এই দিনটি উদযাপনে সম্মতি দেয়। ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সশস্ত্র বাহিনীর পতাকা দিবস উদযাপন করা হচ্ছে। বীর সৈনিক যারা মাতৃভূমির জন্য বলিদান দিয়েছেন তাদেরকে সম্মান জানাতে এই সময়ে সশস্ত্র বাহিনীর পতাকা দিবসে অর্থ সংগ্রহ করা হয়। সেই অর্থ সেনাবাহিনী ও তাদের পরিবারের জন্য বিভিন্ন কল্যাণমূলক কাজে ব্যবহৃত হয়।