অনলাইন ডেস্ক, ৬ ডিসেম্বর।। ওয়ান ডে সিরিজ জিতে ধাক্কা দিয়েছিল অস্ট্রেলিয়া। রবিবার সিডনিতে টি-টোয়েন্টি সিরিজ পকেটে ভরে নিয়ে পাল্টা উত্তর দিয়ে দিল ভারত। এবং সেই দুর্দান্ত জয়ের কাণ্ডারি হয়ে দাঁড়ালেন হার্দিক পাণ্ড্য। তাঁর ২২ বলে ৪২ রানের অপরাজিত ইনিংস আবার ক্রিকেটপ্রেমীদের মনে ফিরিয়ে আনল প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ছায়া। আগে ব্যাটিং করে অস্ট্রেলিয়া তোলে ২০ ওভারে ৫ উইকেটে ১৯৪ রান। ম্যাথু ওয়েড (৩২ বলে ৫৮) এবং স্টিভ স্মিথ (৩৮ বলে ৪৬) অস্ট্রেলিয়া দলকে লড়াই করার মতো জায়গায় নিয়ে যায়। তবে রান তাড়া করতে নেমে দুই ওপেনার কে এল রাহুল (২২ বলে ৩০) এবং শিখর ধাওয়ান (৩৬ বলে ৫২) বুঝিয়ে দেন, সিরিজ দখল করার মানসিকতা নিয়েই তাঁরা খেলতে নেমেছেন। পরে অধিনায়ক কোহলিও ২৪ বলে ৪০ রান করেন।
তার পরেও একটা সময় ১২০ রানের মধ্যে ৩ উইকেট চলে যাওয়ার পরে ভারত চাপে পড়ে যায়। সেখান থেকে দলকে সিরিজ জয়ের তীরে পৌঁছে দেন হার্দিক এবং শ্রেয়স। হার্দিকের ৪২ রানের ইনিংসে ছিল তিনটিচার এবং দুটি ছয়। শ্রেয়স ৫ বলে ১২ রানে অপরাজিত থেকে যান। ম্যাচের সেরার পুরস্কার নিয়ে হার্দিক জানিয়েছেন, লকডাউনে তিনি ফিনিশার হিসেবে নতুন দায়িত্ব কতটা সহজ ভাবে পালন করতে পারেন, তা নিয়ে অনেক চিন্তাভাবনা করে নিজের খেলায় পরিবর্তন আনেন। তিনি বলেছেন, “রান পাওয়া বা না পাওয়া খুব গুরুত্বপূর্ণ নয়। আসল ব্যাপার হল দলকে জয় উপহার দেওয়া শেষ পর্যন্ত উইকেটে টিকে থেকে।
সেটা নিয়ে ভাবনাচিন্তা করেই নিজের খেলায় অনেক পরিবর্তন করেছি। অতীতে এমন জায়গায় খেলতে নেমে কাজ সম্পূর্ণ করতে পারিনি। সেই ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে পরিশীলিত করেছি। তবে কোনও সময়েই অতিরিক্ত আত্মবিশ্বাসকে নিজের উপরে চেপে বসতে দিইনি।” উপরের সারির তিন তারকা ফেরার পরে কি দলের উপরে চাপ তৈরি হয়ে গিয়েছিল? হার্দিক বলেছেন, “আসলে এমন হতেই পারে। আমি জানতাম, দুটো বড় শট নিতে পারলেই ম্যাচটা আমাদের হাতে চলে আসবে। এমন নয় যে, আগে এমন পরিস্থিতিতে খেলিনি। স্কোরবোর্ডটা দেখে নিয়ে কোন বোলারকে আক্রমণ করা দরকার, তা ঠিক করে নিয়েই আমি নিজের কাজ শুরু করে দিয়েছিলাম। টেস্ট সিরিজের আগে এই জয় দলের মনোবল অনেক বাড়িয়ে দেবে।”