স্টাফ রিপোর্টার, আগরতলা, ৭ ডিসেম্বর।। বর্তমানে রাজ্যের জ্বলন্ত সমস্যা চাকরীচ্যুত ১০,৩২৩। এই সমস্যা সমাধানের দাবিতে গত ২৩ সেপ্টেম্বর ১০৩২৩ শিক্ষক শিক্ষিকাদের তিনটি সংগঠনের যৌথ উদ্যোগে মহাকরন অভিযান করা হয়, পরে রাজ্যের মুখ্যমন্ত্রীর ডাক পেয়ে তিনটি সংগঠনের ৬ জন প্রতিনিধি মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন এবং নিজেদের দাবি তুলে ধরেন পরে মুখ্যমন্ত্রী কাছে। মুখ্যমন্ত্রী ২ মাসের মধ্যে ব্যবস্থা করবেন বলে আশ্বাস দেন। কিন্তু দুমাস পেরিয়ে গেলেও তাদের সমস্যার সমাধান করেননি রাজ্য সরকার, কোন নোটিফিকেশন কিংবা স্থায়ী ব্যবস্থা নেন নি রাজ্য সরকার।
তাই ১০,৩২৩ -এর তিনটি সংগঠন যৌথভাবে আত্মপ্রকাশ করা জয়েন্ট মুভমেন্ট কমিটি। সেই কমিটির আহবানে রাজধানীর সিটি সেন্টারের সামনে অনির্দিষ্টকালের জন্য গনবস্থানে বসেন নিজেদের দাবি আদায়ের লক্ষে বলে জানান জয়েন্ট মুভমেন্ট কমিটির সদস্য ডালিয়া দাস। তবে ইতিমধ্যে যদি সরকারি তাদের আর কোন মুখী আশ্বাস দেন তাহলে তারা শিমুল বিশ্বাসের উপর আস্থা রাখছে না। তাদের লিখিত ভাবে স্থায়ী সমাধানের করা হবে জানালে গণ অবস্থান প্রত্যাহার করবে বলে জানান।