অনলাইন ডেস্ক, ৭ ডিসেম্বর।। বিশ্বে এখনও পর্যন্ত সর্বাধিক করোনা আক্রান্তের খোঁজ মিলেছে আমেরিকায়। প্রতিদিন বাড়ছে মৃত্যুর সংখ্যা। এই পরিস্থিতিতে দেশবাসীকে আশ্বস্ত করতে করোনা ভ্যাকসিন নেওয়ার সিদ্ধান্ত নিলেন চার প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। আমেরিকায় ভ্যাকসিন আসার কথা জানা গেলেও আশা-আশঙ্কার দোলাচলে ভুগছেন আম জনতা।
তাঁরা মনে করছেন ভ্যাকসিনে করোনা ঠিক হলেও তাঁর পার্শ্ব-প্রতিক্রিয়া দেখা দিতে পারে। জনগণের এই ভীতি দূর করতেই এবার আসরে নামছেন প্রাক্তন চার মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার, জর্জ বুশ, বিল ক্লিন্টন এবং বারাক ওবামা। প্রকাশ্যেই তাঁরা করোনা টিকা নিতে রাজি হয়েছেন। নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন পূর্বসূরিদের পথে তিনিও আছে, তিনিও টিকা নিতে চান।