অনলাইন ডেস্ক, ৭ ডিসেম্বর।। বলি অভিনেতা অভিনেত্রীদের কাছে মালদ্বীপ এখন বাঙালির দিঘা হয়ে উঠেছে। সময় পেলেই ছুটছেন মালদ্বীপে। তেমনি ছোট পর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী ও বিগ বসের ১১-এর প্রতিযোগী হিনা খান মলদ্বীপে জলে আগুন লাগাচ্ছেন। সেখান থেকেই নতুন নতুন ছবি শেয়ার করছেন যা দুরন্ত গতিতে ভাইরাল হচ্ছে। অভিনেত্রীর এই ছবি সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু করেছে। ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। নিত্য নতুন ছবিতে তুফান তুলেছেন তিনি।
এরই মধ্যে হিনা খানের কিছু টপলেস ছবি জোরদার ধামাকা সৃষ্টি করেছে সোশ্যাল মিডিয়ায়। ছবিতে হিনা খানের পরণে শুধুমাত্র একটি সাদা চাদর। সমুদ্র দেখতে দেখতে পোজ দিয়ে ছবি তুলেছেন তিনি। হিনা খানের এই অবতার দেখতে ভক্তরা অত্যন্ত পছন্দ করেছেন। অভিনেত্রীর ভক্তরা তাঁর ছবিতে নানান মন্তব্যের মাধ্যমে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। হিনা খানের প্রিতিটি ছবিই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। যেখানে হিনার বোল্ড অবতার দেখে বেশ কিছু সেলিব্রিটিও প্রশংসা করেছেন।