অনলাইন ডেস্ক, ৭ ডিসেম্বর।। শরীর খুব একটা ভাল নেই দিলীপ কুমারের। কিংবদন্তি অভিনেতার ৯৮তম জন্মদিনের আগে এমনটাই জানালেন তাঁর স্ত্রী তথা ছায়াসঙ্গী সায়রা বানু। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে এই খবর। ওই সংবাদমাধ্যমের কাছে নাকি সায়না বানু জানিয়েছেন, বর্ষীয়ান অভিনেতার রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম।
ফলে শারীরিক পরিস্থিতি বেশ খারাপ হচ্ছে। উল্লেখ্য, গত কয়েকবছর ধরেই বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন তিনি। শরীর বেশ দুর্বল। শোবার ঘর থেকে কোনওমতে হলঘর পর্যন্ত যেতে পারেন। তারপরই ফিরে আসেন। সকলকে কিংবদন্তি অভিনেতার সুস্থতার জন্য প্রার্থনা করার আবেদন জানান সায়রা বানু।