অনলাইন ডেস্ক, ৭ ডিসেম্বর।। করোনা আক্রান্তদের নানা ধরনের শারীরিক বা মানসিক অসুবিধা হতে পারে বলে ইতিমধ্যে একাধিক গবেষণায় প্রকাশ পেয়েছে। এর মধ্যে নতুন একটি শারীরিক সমস্যার কথা জানালেন এক মার্কিন চিকিৎসক। করোনা রোগীদের পর্যবেক্ষণ করে তিনি দেখতে পান, পুরুষদের যৌন ক্ষমতা কমিয়ে দিচ্ছে এ ভাইরাস। নিউইয়র্ক পোস্ট জানায়, এনবিসি শিকাগোকে দেয়া এক বক্তব্যে বিষয়টি জানান ডা. ডেনা গ্রেসন নামে ওই মার্কিন চিকিৎসক।
তিনি বলেন, ‘আমরা জানি যে, এ ভাইরাসে আক্রান্ত হওয়ার পর মানুষ দীর্ঘমেয়াদি নানা শারীরিক সমস্যা ভুগতে পারে, যেমন নিউরোলজি সংক্রান্ত জটিলতা। তবে এখন পুরুষ রোগদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে, এ ভাইরাসের কারণে দীর্ঘমেয়াদে তাদের যৌন সক্ষমতা কমে যেতে পারে। ’করোনায় আক্রান্ত পুরুষদের জন্য এটিকে গভীর উদ্বেগজনক হিসেবে আখ্যা দিয়েছেন ডা. ডেনা গ্রেসন। তিনি বলেন, ‘এ সমস্যা হতে পারে দীর্ঘমেয়াদি বা আজীবন এবং সম্ভাব্য বড় ধরনের জটিলতা। ’