অনলাইন ডেস্ক, ৭ ডিসেম্বর।। কৃষক আন্দোলনের ঢেউ ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে বলিউডে। কৃষক আন্দোলন নিয়ে কার্যত দ্বিধা-বিভক্ত বলিউড। ইতিমধ্যেই এই কৃষক আন্দোলন নিয়ে প্রশ্ন তুলেছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। এবার এই কৃষি আইনের পক্ষে মুখ খুললেন অভিনেতা সানি দেওল। যিনি আবার পঞ্জাবের বিজেপি সাংসদ। অন্যদিকে কৃষক আন্দোলনকে সমর্থন করেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও সোনম কাপুর।
এর আগে কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে টুইট করেছেন আরেক বলিউড তারকা সোনু সুদ। একইভাবে কৃষক আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন পপস্টার দিলজিৎ দোসাঞ্জ। বলিউডের গায়ক মিকা সিংও কৃষক আন্দোলনকে সমর্থন করছেন। পঞ্জাবের বিজেপি সাংসদ সানি দেওল টুইট করেন, এই আন্দোলন সরকার ও কৃষকদের বিষয়। এই আন্দোলন নিয়ে কারও হস্তক্ষেপ করার প্রয়োজন নেই। আমি আশাবাদী, দু’পক্ষ আলোচনার মাধ্যমে নিশ্চিতভাবেই এই সমস্যার সমাধান করবে। কিন্তু কিছু মানুষ এই আন্দোলনকে কাজে লাগিয়ে নিজেদের আখের গোছানোর চেষ্টা করছে।
তারা কৃষকদের স্বার্থে নয় নিজেদের স্বার্থেই এই কাজ করছে। তবে পঞ্জাবের সাংসদ হয়েও এভাবে কৃষি আইনকে সমর্থন করায় সানির ওপর ক্ষুব্ধ কৃষকরা। অন্যদিকে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া বলেন, কৃষকরা আমাদের অন্ন জোগায়। গণতান্ত্রিক দেশে তাঁদের দাবি যাতে মানা হয় সে ব্যাপারটি নিশ্চিত করা উচিত। আমি আশা করি দ্রুত এই সমস্যার সমাধান হবে।
প্রিয়াঙ্কার মত একই কথা বলেছেন অভিনেত্রী সোনম কাপুর। কয়েক ঘন্টা আগে অভিনেতা সোনু বলেছেন, কৃষকরা মা-বাবার চেয়ে কম কিছু নন। কারণ তাঁরাই আমাদের অন্ন যোগান। তাই তাঁদের প্রাপ্য মর্যাদা পাওয়া উচিত। অন্যদিকে পপস্টার দিলজিৎ আন্দোলনরত কৃষকদের শীতবস্ত্র কেনার জন্য এক কোটি টাকা দান করেছেন।