স্টাফ রিপোর্টার, আগরতলা, ৭ ডিসেম্বর।। গত সেপ্টেম্বর মাসে কেন্দ্রে বিজেপি সরকার কৃষক বিরোধী এবং শ্রমিক বিরোধী ৩ টি আইন কার্যকর করেছে। এই আইনের ফলে কৃষিপণ্যের সঠিক সহায়ক মূল্য কৃষকরা পাবেনা। পূর্বে পুঁজিবাদীদের শোষণের ব্যবস্থাকে ফিরিয়ে আনতে সরকার এই আইন গুলি কার্যকর করেছে। এ আইনের তীব্র বিরোধিতা জানান বলে সাংবাদিক সম্মেলনে বাঙালি কর্ষক সমাজ ও বাঙালী শ্রমজীবি সমাজের রাজ্য কমিটির সম্পাদক বিমল দাস। তিনি আরো জানান, সরকারকে কৃষক বিরোধী আইন অবিলম্বে প্রত্যাহার করতে হবে। আগামী ৮ ডিসেম্বর রাজ্যবাসীকে কৃষকদের ডাকে ধর্মঘটকে সাড়া দেওয়ার আহ্বান জানান তিনি।