স্টাফ রিপোর্টার, কৈলাসহর, ৭ ডিসেম্বর।। ঊনকোটি জেলা শহরের লক্ষ্মীপুর এলাকায় সোমবার অটো শ্রমিকরা পথ অবরোধ আন্দোলনে সামিল হয়েছেন। আন্দোলনে শামিল হয়ে তারা অভিযোগ করেছেন টমটম এবং অন্যান্য কিছু যানবাহনকে নো এন্ট্রি পয়েন্ট দিয়ে অবাধে যাতায়াত করতে দেওয়া হচ্ছে। অথচ অটো রিস্কা গুলিতে কঠোর মনোভাব গ্রহণ করেছে ট্রাফিক দপ্তর।ট্রাফিক দপ্তরের এ ধরনের অনমনীয় মনোভাবের তীব্র প্রতিবাদ জানিয়ে তারা পথ অবরোধ আন্দোলনে শামিল হয়।
আন্দোলনকারীরা জানিয়েছে তাদের কে নো এন্ট্রি আওতা থেকে বাদ দিয়ে যাতায়াতের সুযোগ দিতে হবে। শুধু তাই নয় শহর এলাকায় টমটম প্রবেশ নিষিদ্ধ করতে হবে।অটোচালকদের পথ অবরোধ আন্দোলনের ফলে সোমবার সকাল থেকেই কৈলাসহরে দুর্ভোগ চরমে আকার ধারণ করে। অবরোধের ফলে ওই সড়ক দিয়ে কোন ধরনের যানবাহন চলাচল করতে পারেনি।অবরোধের খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন।পথ অবরোধ আন্দোলনকারীদের সঙ্গে প্রশাসনের কর্মকর্তারা আলোচনায় সামিল হন।বিষয়টি খতিয়ে দেখে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। তারপরও তারা আপাতত অবরোধ আন্দোলন প্রত্যাহার করে নেন।এসব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে হুঁশিয়ারি দিয়েছে।