স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ৭ ডিসেম্বর।। আবারো বন্য হাতি রবিবার রাতে তাণ্ডব চালালো তেলিয়ামুড়া থানাধীন কপালি টিলা এলাকায়। বন্য হাতির উন্মক্ত তাণ্ডব প্রত্যক্ষ করে এক নাবালক জ্ঞান হারিয়ে ফেলে। হাতির তাণ্ডবে গোটা কপালি টিলায় যখন মানুষজনের দৌড়ঝাঁপ শুরু হয় তখনই ঘটনাস্থলে যায় বন দপ্তরের কর্মীরা। কিন্তু হাতি তাড়ানোর কায়দা-কৌশল প্রয়োগ করেও বনকর্মীরা হতাশ হয়ে পড়ে।
এরইমধ্যে বনকর্মী এবং উত্তেজিত গ্রামবাসীদের মধ্যে বাক যুদ্ধ শুরু হয়। কিন্তু বন্য দাঁতাল হাতি বাড়িঘর ভাঙচুর, কৃষি ফসলের ধ্বংস লীলা চালায়। এরই মধ্যে বন্য হাতির তাণ্ডবের ভয়ে এক নাবালক জ্ঞান হারিয়ে ফেলে। যদিও এলাকাবাসীর প্রচেষ্টায় পরে ওই নাবালকের জ্ঞান ফিরে আসে। বন্যহাতির তাণ্ডবের বাড়বাড়ন্তে কপালি টিলা, কৃষ্ণ পুর, মধ্য কৃষ্ণপুর, কৃষ্ণপুর পুরাতন বাজার, বর লুঙ্গা এবং বালু ছড়া এলাকা গুলির মানুষজন এক প্রকার অতিষ্ট।