অনলাইন ডেস্ক, ৭ ডিসেম্বর।। কেন্দ্রের নয়া কৃষি আইনের মঙ্গলবার ভারত বনধের ডাক দিয়েছে ভারতীয় কিষাণ ইউনিয়ন সহ একাধিক কৃষক সংগঠন। এই বনধকে সমর্থনের ঘোষণা আগেই করেছিল কংগ্রেস ও বামেরা। এবার কৃষকদের সমর্থনে এগিয়ে এল আরও রাজনৈতিক দল। কৃষকদের ডাকা মঙ্গলবারের ভারত বনধকে সমর্থন জানিয়েছেন মোট ১৬টি রাজনৈতিক দল।
কংগ্রেস ও বামেরা ছাড়াও এই বনধকে সমর্থন জানাচ্ছে শিবসেনা, আরজেডি, সমাজবাদী পার্টি, আরজেডি, বহুজন সমাজবাদী পার্টি, আপ, অকালি দল, ডিএমকে, এনসিপি, ন্যাশনাল কনফারেন্সের মতো দলগুলি। তৃণমূল কংগ্রেস জানিয়েছে, তারা কৃষকদের এই আন্দোলনকে সমর্থন করছেন। সোমবার মেদিনীপুরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তাঁরা এই বনধকে সমর্থন জানাচ্ছেন।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, তাঁরা রাস্তায় নেমে এই বনধকে সমর্থন করবেন। সোমবার রাজস্থানের কৃষকরা মিছিল করে জয়পুর থেকে দিল্লি আসার সিদ্ধান্ত নিয়েছেন। কৃষক আন্দোলন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে কথা বলতে চান বিরোধীরা। সেজন্য ৯ ডিসেম্বর রাষ্ট্রপতির সময় চাওয়া হয়েছে।