স্টাফ রিপোর্টার, বিশালগড়, ৭ ডিসেম্বর।। সোমবার বিশালগড় প্রেসক্লাবের বরিষ্ঠ দুই সাংবাদিকের স্মরণ সভা করা হয় স্থানীয় একটি বেসরকারি কনফারেন্স হলে। উপস্থিত ছিলেন বিশালগড় মহকুমা শাসক জয়ন্ত ভট্টাচার্য, সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, বিশিষ্ট সমাজসেবক অঞ্জন পুরকায়স্থ পার্থ , প্রতিম মজুমদার , বিশালগড় থানার ওসি দেবাশীষ সাহা , সমাজসেবী জয়দুল হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন দুই পরিবারের আত্মীয় পরিজন, মহাকুমায় কর্মরত সাংবাদিকরা।
অনুষ্ঠানের শুরুতে প্রতিকৃতিতে মাল্যদান করেন উপস্থিত ব্যক্তিবর্গ। বিশালগড় এর বরিষ্ঠ দুই সাংবাদিক সুব্রত সাহা ও রঞ্জিত কুমার দেবনাথের মৃত্যুতে এই স্বরণ সভা হয় । স্মরণসভায় দুই ব্যক্তির জীবনী নিয়ে আলোচনা করেন বিশালগড় এর বিশিষ্ট ব্যক্তিরা । দুজন সাংবাদিক বিশালগড় মহকুমায় নতুন প্রজন্মকে বিভিন্নভাবে দিশা দেখিয়ে গেছেন।