স্টাফ রিপোর্টার, আগরতলা, ৬ ডিসেম্বর।। রবিবার ভারতের সংবিধানের মুখ্য রচয়িতা বাবাসাহেব আম্বেদকরের ৬৫ তম তিরোধান দিবস। তপশীলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে এইদিনটিকে পালন করা হয় আগরতলা শহরের রাজবাড়ী প্রাঙ্গণে। বাবাসাহেব আম্বেদকরের তিরোধান দিবস উপলক্ষ্যে সেখানে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, সাংসদ প্রতিমা ভৌমিক, বিধানসভার অধ্যক্ষ রেবতি দাস, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি সহ অন্যান্যরা। অনুষ্ঠানে শুরুতে রাজবাড়ি প্রাঙ্গণে বাবাসাহেব আম্বেদকরের আবক্ষ মূর্তিতে ফুলের মালা পরিয়ে উনার প্রতি শ্রদ্ধা জানান সাংসদ প্রতিমা ভৌমিক, উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা সহ উপস্থিত অন্যান্যরা। পরে অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা বলেন বিশ্বে অনেক পণ্ডিত ও জ্ঞানী রয়েছে।
কিন্তু বাবা সাহের আম্বেদকরের মতো একজন শিক্ষক, দূরদর্শী ব্যক্তি বিশ্বে কমই আছে। ভারতের সংবিধানে সামাজিক ন্যায়ের ব্যবস্থা করেছেন তিনি। ওনার অবদান কখনো ভুলার নয়। ভারতবর্ষের সামাজিক ন্যায়ের একটা প্রতিক বাবা সাহেব আম্বেদকর। পিছিয়ে পড়া মানুষের জন্য সারা জীবন তিনি সংগ্রাম করে গেছেন। জওহরলাল নেহেরুর মন্ত্রী সভায় তিনি মন্ত্রী ছিলেন। কিন্তু তিনি পদত্যাগ করেছেন। সমাজে পিছিয়ে পড়া মানুষের জন্য যে লড়াই করেছেন তিনি, তা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলেও অভিমত ব্যক্ত করেন তিনি। অপরদিকে সাংসদ প্রতিমা ভৌমিক বলেন বাবা সাহেব আম্বেদকর ভারতবর্ষের একজন রাষ্ট্র নায়ক ছিলেন। তিনি ভারতবর্ষকে যে মার্ক দর্শন দেখিয়েছিলেন, সেই মার্ক দর্শন অনুসরণ করে ভরতবর্ষ এগিয়ে যাচ্ছে। ওনার আদর্শকে আগামিদিনে সমাজের মধ্যে মানুষের মধ্যে তুলে ধরা হবে বলেও জানান তিনি।