স্টাফ রিপোর্টার, আগরতলা, ৬ ডিসেম্বর।। মুখ্যমন্ত্রী গত ১৫ থেকে ২০ দিন পূর্বে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে জানান রাজ্যে বিজেপি আইপিএফটি সরকারের ৩৩ মাসে ১৮ হাজার সরকারি চাকরি হয়েছে। পরবর্তী সময় ডিওয়াইএফআই পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ জানানো হয়েছিল সেই চাকরির পরিসংখ্যানের তথ্য তুলে ধরার জন্য। পরবর্তী সময় পুনরায় মুখ্যমন্ত্রীর দাবি করেন ২৩ হাজার ১ জনের চাকরি হয়েছে বর্তমান সরকারের আমলে। গত ৫ ডিসেম্বর পুনরায় দাবি করেন রাজ্যে ৯৫ হাজার ৩৮৫ জনের রোজগার মিলেছে রাজ্যে। এই এ ধরনের বক্তব্যের জন্য মুখ্যমন্ত্রীকে স্পষ্টীকরণ দেওয়ার জরুরি। এ ধরনের বক্তব্য সম্পূর্ণ মিথ্যা। রবিবার ডিওয়াইএফআই এবং টি ওয়াই এফ সাংবাদিক সম্মেলন করে এমনটাই দাবি করেন ডিওয়াইএফআই রাজ্য সভাপতি নবারুণ দেব।
তিনি আরো জানান, রাজ্যে গত জানুয়ারি মাস পর্যন্ত যে তথ্য রয়েছে তাতে দেখা যায় ২ হাজার ৪৭ জনের চাকরি হয়েছে রাজ্যে। দেশের একটি সংস্থা দ্বারা তথ্য উঠে আসে বর্তমানে দেশে ৬.৫১ শতাংশ বেকার রয়েছে। রাজ্যে বেকার এর দ্বিগুণ ১৩.১ শতাংশ। রাজ্যে বেকারত্বের সংখ্যা ক্রমশই বেড়ে চলেছে। প্রশাসনিক দপ্তর গুলিতে কর্মী সংকট দেখা দিয়েছে। উপরন্তু মুখ্যমন্ত্রীর এ ধরনের অপপ্রচারে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। তাই মুখ্যমন্ত্রী বক্তব্যের স্পষ্টীকরণ তুলে ধরা দাবি জানান সরকারের কাছে। পাশাপাশি আগামী ৮ ডিসেম্বর কৃষকরা যে ধর্মঘটের ডাক দিয়েছে, সে ধর্মঘটে পুরোপুরি সমর্থন করবে ডিওয়াইএফআই এবং টি ওয়াই এফ বলে জানান।