অনলাইন ডেস্ক, ৬ ডিসেম্বর।। চলতি বছরের শেষ দিকটা যেন বিজেপির পক্ষে একটিও ভাল খবর নেই। একদিকে গোটা দেশজুড়ে চলছে প্রবল কৃষি আন্দোলন। গত সপ্তাহে মুম্বইয়ের নাগপুরে বিধান পরিষদের নির্বাচনে কংগ্রেস, শিবসেনা ও এনসিপির কাছে বড় ব্যবধানে পরাজিত হতে হয়েছে বিজেপিকে। এবার মোদির গড় বলে পরিচিত বারাণসীতেও বিধান পরিষদের নির্বাচনেও বড় ব্যবধানে পরাজিত হতে হল বিজেপিকে। খোদ মোদির গড়ে দলের এই পরাজয় অবশ্যই অস্বস্তিতে ফেলেছে বিজেপিকে।
এছাড়াও গত সপ্তাহে হায়দরাবাদ পুরসভার নির্বাচনেও বিজেপিকে শেষ পর্যন্ত প্রধান বিরোধী দল হয়েই সন্তুষ্ট থাকতে হয়। যদিও গতবারের তুলনায় তারা এবার বেশ কয়েকগুণ বেশি আসনে জিততে সমর্থ হয়েছে। উত্তরপ্রদেশের বিধান পরিষদের ১১ টি আসনে মঙ্গলবার ভোট নেওয়া হয়। তার মধ্যে পাঁচটি আসন সংরক্ষিত ছিল স্নাতক এবং ছয়টি আসন সংরক্ষিত ছিল শিক্ষকদের জন্য। ১১ টি আসনে লড়াই করেন ১৯৯ জন প্রার্থী। প্রধান নির্বাচনী লড়াই ছিল যথারীতি বিজেপি, সমাজবাদী পার্টি কংগ্রেস সমর্থিত শিক্ষক সংগঠনের মধ্যে।
ফলাফল প্রকাশে বড় চমক দেখা গিয়েছে। মোদির গড় বলে পরিচিত বারাণসীতে গতবার গেরুয়া শিবিরের হাতে থাকা একাধিক আসন ছিনিয়ে নিয়েছে সমাজবাদী পার্টি। ঘোষিত ফলাফলে দেখা গিয়েছে ১১টার মধ্যে চারটি পেয়েছে বিজেপি। তিনটি সমাজবাদী পার্টি এবং দুটি আসন পেয়েছেন নির্দল। দুটি আসনের ফলাফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে। উল্লেখ্য, এই সমস্ত আসনগুলিতে এমএলসিদের কার্যকালের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল ৬ মে। কিন্তু করোনাজনিত কারণে এতদিন ভোট নেওয়া হয়নি। বারাণসীর নির্বাচনী ইতিহাসে বিগত ১০ বছরের মধ্যে এই প্রথমবার বিজেপির এ ধরনের বড় ব্যবধানে পরাজয় ঘটল। যা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে।