তেজস্বী যাদব নীতীশ সরকারের দিকে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন

অনলাইন ডেস্ক, ৬ ডিসেম্বর।। কেন্দ্রের নতুন কৃষি আইন নিয়ে গোটা দেশ জুড়ে প্রবল বিক্ষোভ আন্দোলন চলছে। দেশের একাধিক বিরোধী দল কৃষকদের পাশে এসে দাঁড়িয়েছে। এই সমস্ত দলগুলির মধ্যে রয়েছে বিহারের প্রধান বিরোধী দল আরজেডি। এই দল বিহার জুড়ে প্রবল বিক্ষোভ দেখাচ্ছে। কেন্দ্রের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর সময় আরজেডির একাধিক নেতা ও সমর্থক করোনা সংক্রান্ত বিধিনিষেধ ভঙ্গ করেছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার জেরে আরজেডি নেতা তেজস্বী যাদব-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে।

এই ঘটনা জানার পরই তেজস্বী যাদব নীতীশ সরকারের দিকে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তিনি বলেছেন, ক্ষমতা থাকলে আমায় গ্রেফতার করে দেখাক নীতীশ সরকার। অন্যদিকে পুলিশ ও প্রশাসনের অভিযোগ, কৃষকদের পাশে দাঁড়াতে আরজেডি নেতৃত্বাধীন মহাজোট একাধিক বিক্ষোভের কর্মসূচি নিয়েছে। কিন্তু কোনও ক্ষেত্রেই বিক্ষোভ কর্মসূচির জন্য অনুমতি নেওয়া হয়নি। এমনকি, সামাজিক দূরত্ব বিধিও মানা হয়নি। এই ঘটনার জেরে মহাজোটের ২৫ জন নেতার ও ৫০০-রও বেশি সমর্থকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে বিহার পুলিশ।

এরপরই নীতীশকে কড়া ভাষায় আক্রমণ করেন তেজস্বী। নীতীশকে ‘ভীতু মুখ্যমন্ত্রী’ বলে কটাক্ষ করেন তিনি। তেজস্বী বলেন, কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের বিরুদ্ধে এফআইআর করেছেন ভীতু মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন সরকার। যদি সরকারের ক্ষমতা থাকে তাহলে আমাকে গ্রেফতার করে দেখাক। যদি না থাকে তাহলে আমি নিজেই আত্মসমর্পণ করব। কৃষকদের জন্য আমি ফাঁসিতে যেতেও রাজি আছি। আরজেডির পাল্টা অভিযোগ, কৃষকদের সমর্থনে মুখ খোলায় তেজস্বী-সহ দলের একাধিক নেতাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে।

এ ঘটনায় বিহার সরকারের আসল চেহারা বেরিয়ে পড়েছে। কিন্তু কৃষকদের পাশে থাকার জন্য হাজার হাজার এফআইআর করা হলেও তাঁদের কোনও ভয় নেই। শুধু তাই নয়, আরজেডির পক্ষ থেকে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পান্ডের একটি সভার পাল্টা ছবি দেখানো হয়েছে। ওই ছবিতেও সামাজিক দূরত্ব বৃদ্ধি না মানার বিষয়টি স্পষ্ট  দেখা গিয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?