সুুস্থ দেহ ও মন গড়ে তুলতে খেলাধূলা উল্লেখযোগ্য ভূমিকা নেয় : মুখ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, উদয়পুর, ৬ ডিসেম্বর।। কিল্লা মর্নিং ক্লাবের উদ্যোগে এবং ওটিপিসি পালাটানার সহযোগিতায় আজ জয়ইংকামী মিনি স্টেডিয়ামে আয়োজিত কিল্লা প্রাইজমানি ফুটবল প্রতিযোগিতার ফাইন্যাল ম্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ ফাইন্যাল ম্যাচে অংশ নিয়েছে জয়ইংকামী ও অলাকবাড়ি ফুটবল দল৷ ম্যাচের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, আজকের যুবক যুবতীরাই আগামীদিনে দেশকে সুুন্দর ভবিষ্যৎ দিতে পারে৷ তারজন্য সর্বাগ্রে প্রয়োজন সুুস্থ দেহ ও মন৷ তাই যুবক যুবতীদের খেলাধূলায় অংশগ্রহণ অত্যন্ত জরুরি৷ মুখ্যমন্ত্রী বলেন, যুবক যুবতীদের সুুস্থ দেহ ও মন গড়ে তুলতে খেলাধূলা একটা উল্লেখযোগ্য ভূমিকা নেয়৷

ফুটবল খেলা তাদের মধ্যে অন্যতম৷ মুখ্যমন্ত্রী এই জয়ইংকামী মিনি স্টেডিয়ামকে দিবারাত্র খেলার উপযোগী করে তোলার জন্য ক্রীড়া দপ্তরকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে পরামর্শ দেবেন বলে জানান৷ উল্লেখ্য, কিল্লা প্রাইজমানি ফুটবল প্রতিযোগিতায় ৩১টি দল অংশগ্রহণ করে৷ প্রতিযোগিতার ফাইন্যাল ম্যাচে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক’ষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, বিধায়ক রামপদ জমাতিয়া, টিটিএএডিসি’র প্রাক্তন এমডিসি জয়কিশোর জমাতিয়া, ওটিপিসি’র ডিজিএম (প্রজেক্ট) তাপস ভৌমিক প্রমুখ৷ স্বাগত বক্তব্য রাখেন কিল্লা মর্নিং ক্লাবের সভাপতি বিশ্বজিৎ দেববর্মা৷ প্রতিযোগিতার ফাইন্যাল ম্যাচে জয়ইংকামী ফুটবল দল ২-০ গোলে অলাক ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে৷ প্রতিযোগিতা শেষে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বিজয়ী দলের হাতে ৫০ হাজার টাকার চেক ও ট্রফি তুলে দেন৷ ক’ষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বিজিত দলের হাতে ২০ হাজার টাকার চেক ও ট্রফি তুলে দেন৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?