স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ৬ ডিসেম্বর।।ত্রিপুরা রাজ্যের গর্ব কৃষি বিজ্ঞানী পারমিতা ঘোষ এবং আই এ এস শতাব্দী মজুমদারের বাবা ও মাকে সম্মান জানালো তেলিয়ামুড়ার ঐতিহ্যবাহী রাজদূত ক্লাব। এই দিন রাজদূত ক্লাবের সভাপতি অশোক কুমার বৈদ্য ও ক্লাবের কার্যকরী কমিটির সদস্য, আইনজীবী তথা সমাজসেবক ভাস্কর দেব পারমিতা ঘোষের বাড়িতে যান। পারমিতা ঘোষের বাড়িতে গিয়ে তার বাবা মাকে সন্মান জানানো হয়। এই সম্মান পেয়ে পারমিতার মা বাবা অত্যন্ত খুশি। আইনজীবী ভাস্কর দেব জানান পারমিতার সাফল্যের জন্য তার মা বাবাও প্রচণ্ড পরিশ্রম করেছে। তাই পারমিতার মা-বাবাকে ক্লাবের পক্ষ থেকে সম্মান জানানো হয়েছে।পাশাপাশি আইএএস শতাব্দি মজুমদারের মা বাবাকেও সম্মান জানানো হয়। এদিকে পারমিতা ঘোষ তার মা-বাবাকে সম্মান জানানোয় অত্যন্ত খুশি। পারমিতা ঘোষ জানায় তার সাফল্যের পেছনে তার মা বাবা যথেষ্ট অবদান রয়েছে।