অনলাইন ডেস্ক, ৬ ডিসেম্বর।। এবার ভারতে তাদের তৈরি কোভিড ভ্যাক্সিন বিক্রির জন্য ড্রাগ কন্ট্রোলার জেনারেলের (ডিজিসিআই) অনুমতি চেয়ে আবেদন জানাল ফাইজার ইন্ডিয়া। এর আগে ব্রিটেন ও বাহরাইনে অনুমোদন পেয়েছে টিকা প্রস্তুতকারক এই সংস্থা। চলতি সপ্তাহেই ব্রিটেন ও বাহরিনে জনসাধারণকে কোভিড ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু করছে ফাইজার। প্রসঙ্গত, বিশ্বের প্রথম দেশ হিসেবে ফাইজারের ভ্যাকসিন জনসাধারণকে দেওয়ার ছাড়পত্র দিয়েছে ব্রিটেন। জানা যাচ্ছে, ৪ ডিসেম্বর ডিসিজিআই-এর কাছে আপৎকালীন ব্যবহারে ছাড়পত্র চেয়েছে ফাইজার। ভারতের বাজারে সাধারণত কোনও প্রতিষেধক ব্যবহারের আগে তাদের পেরোতে হয় শেষ পর্বের ট্রায়াল প্রক্রিয়া। দেশজুড়ে বেশ কয়েকটি ভ্যাকসিন আপাতত সেই পর্যায়েই। র্তমানে ভারতে মোট ৫টি কোভিড ভ্যাক্সিনের ট্রায়াল চলেছে।
এর মধ্যে সেরাম ইনস্টিটিউট অক্সফোর্ড- অ্যাস্ট্রোজেনেকার তৈরি টিকার ট্রায়াল পরিচালনা করছে। তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে দেশীয় প্রক্রিয়ায় তৈরি আইসিএমআর ও ভারত বায়োটেক সংস্থার ভ্যাক্সিনেরও। জাইডাস ক্যাডিলা সংস্থার ভ্যাক্সিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল অনুমোদন পেয়েছে ডিজিসিআই-এর। তবে সূত্রের খবর, বিশেষ ক্ষেত্রে সরাসরি ভ্যাকসিনকে বাজারজাত করতে ছাড় দেওয়ার নিয়মও রয়েছে। বস্তুত, ফাইজারের তৈরি কোভিড ভ্যাক্সিন মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়।
ভারতের ছোট শহর ও গ্রামাঞ্চলে তার ব্যবস্থা কতটা করা সম্ভব, এখন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে চিকিৎসক ও প্রশাসনিক মহলে। কিন্তু ঠিক কীভাবে অতি নিম্ন তাপমাত্রা বজায় রেখে তারা প্রতিষেধক কার্যকর রাখবে, সে নিয়ে মুখ খোলেনি সংস্থা। ফাইজার-এর তরফে অবশ্য বলা হয়েছে, ‘অতিমারী পরিস্থিতিতে শুধুমাত্র সরকারি চুক্তি মোতাবেক, সরকারি নির্দেশিকা মেনে প্রশাসনিক পরিকাঠামোর মাধ্যমে ভ্যাক্সিন সরবরাহে আগ্রহী ফাইজার।’