স্টাফ রিপোর্টার, আগরতলা, ৬ ডিসেম্বর।।বিজেপি ৮ নং টাউন বড়দোয়ালি মণ্ডলের কর্মচারী সেলের উদ্যোগে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় রবিবার। নেতাজি সুভাষ বিদ্যা নিকেতনে এই সভা অনুষ্ঠিত হয়। বিজেপি ৮ নং টাউন বড়দোয়ালি মণ্ডলের যে সকল সরকারী কর্মচারী বিভিন্ন দপ্তরে রয়েছে তাদেরকে নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়। একে যেন অপরের পাশে থাকে এবং সকল সামাজিক কর্মসূচিতে সকলে যেন প্রত্যক্ষ কিংবা পরোক্ষ ভাবে সেবা মূলক মনোভাব নিয়ে এগিয়ে আসে, সেই বিষয় গুলি নিয়ে এইদিনের সভায় আলোচনা হয়। শিক্ষক রুপজিৎ দাস জানান এইদিনের সভা থেকে একটি কমিটি গঠন করা হবে।