অনলাইন ডেস্ক, ৬ ডিসেম্বর।। বিশ্ব জুড়ে করোনা মহামারির প্রভাব সুদূরপ্রসারী হতে চলেছে। ২০২০ এর এই মহামারীর জেরে আগামী দশকে দারিদ্রসীমার নিচে চলে যেতে পারেন বিশ্বের ১০০ কোটি মানুষ। এমন আশঙ্কাই প্রকাশ করল রাষ্ট্রসংঘ। রাষ্ট্রসংঘের নতুন রিপোর্টে বলা হয়েছে, এই মহামারীর ফলে সবচেয়ে বেশি প্রভাবিত হবেন আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষরাই। বাড়বে দারিদ্র, অনাহার। না খেতে পেয়ে থাকতে হতে পারে বিশ্বের কোটি কোটি মানুষকে। নতুন করে দারিদ্রসীমার নিচে নেমে যেতে পারেন ২০ কোটি মানুষ। ফলে দারিদ্রসীমার নীচে থাকা মানুষের সংখ্যা বেড়ে ১০০ কোটি হয়ে যেতে পারে। বিশ্বজুড়ে যেভাবে কর্মসংস্থান কমছে এবং নারী পাচার বাড়ছে তা নিয়েও রিপোর্টে আশঙ্কা প্রকাশ করেছে রাষ্ট্রসংঘ।