অনলাইন ডেস্ক, ৬ ডিসেম্বর।। ভারতীয় সংবিধানের প্রণেতা, সমাজ সংস্কারক, রাজনীতিবিদ, অধ্যাপক তথা শিক্ষাবিদ ড. বাবাসাহেব ভীমরাও আম্বেদকরের ৬৪ তম প্রয়াণ বার্ষিকীতে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা বর্তমানে কেরলের ওয়ানাডের সাংসদ রাহুল গান্ধী। রবিবার নিজের টুইট বার্তায় রাহুল গান্ধী লিখেছেন, দেশ গঠনের ক্ষেত্রে বিশেষ অবদান রেখে যাওয়ার জন্য শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি ড. আম্বেদকরকে। সমস্ত ধরনের শোষণ ও বঞ্চনা থেকে দেশকে মুক্ত করার কাজে অগ্রসর হলে তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হবে।
প্রসঙ্গত এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের টুইট বার্তায় মধ্য দিয়ে সংবিধানের প্রণেতাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। উল্লেখ করা যেতে পারে সমাজ সংস্কারক, অর্থনীতিবীদ, রাজনীতিবিদ হিসেবে দেশকে ক্রমাগত সেবা করে গিয়েছিলেন ভীমরাও আম্বেদকর। দলিতদের ওপর নির্যাতনের বিরুদ্ধে তিনি সরব হয়েছিলেন। সমাজের প্রান্তিক শ্রেণীর মানুষের জন্য আন্দোলন গড়ে তুলেছিলেন গোটা দেশজুড়ে। ভারতীয় সংবিধানের অন্যতম স্থপতিকার আম্বেদকর নিজের সময় থেকে অনেক বেশি এগিয়ে ছিলেন। প্রান্তিক শ্রেণীর ক্ষমতায়নের জন্য জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই করে গিয়েছিলেন। ১৯৫৬ সালের ৬ ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ১৯৯০ সালে তাঁকে মরণোত্তর ভারতরত্ন সম্মানে ভূষিত করা হয়।