কৃষকদের ৮ ডিসেম্বর ভারত বনধকে করল কংগ্রেস

অনলাইন ডেস্ক, ৬ ডিসেম্বর।। মোদি সরকারের তৈরি করা তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে গোটা দেশজুড়ে বিক্ষোভ দেখাচ্ছে কৃষকরা। সেই বিক্ষোভের অঙ্গ হিসেবেই ৮ ডিসেম্বর ভারত বনধের ডাক দিয়েছেন কৃষকরা। কৃষকদের এই ধর্মঘটকে সমর্থন করল কংগ্রেস। উল্লেখ্য, নতুন কৃষি আইন চালু হওয়ার পর থেকেই একাধিক কৃষক সংগঠন তার বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে। বিশেষ করে বাম মনোভাবপন্ন কৃষক সংগঠনগুলি প্রথম থেকেই নতুন কৃষি আইনের বিরুদ্ধে পথে নেমেছে। পাশাপাশি নতুন কৃষি আইন বাতিলের দাবিতে বিভিন্ন রাজ্যে কংগ্রেসও আন্দোলন করছে।

সবচেয়ে বেশি বিক্ষোভ চলছে পঞ্জাব ও হরিয়ানায়। কেন্দ্রের নতুন কৃষি আইনের বিরোধিতা করে মোদি সরকারকে কটাক্ষ করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা অমরিন্দর সিং। নতুন কৃষি আইন বাতিলের দাবিতে হরিয়ানা-দিল্লি সীমান্তে ১১ দিনের বেশি সময় ধরে অবস্থান করছেন ১২ লক্ষেরও বেশি কৃষক। চলতি পরিস্থিতিতে কৃষকদের ডাকা বনধকে কংগ্রেস সমর্থন করায় তা আরও জোরদার হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। এর আগে কৃষকদের এই ভারতকে সমর্থন করেছে প্রায় সবকটি বামদল। এমনকি, তৃণমূল কংগ্রেসও কৃষকদের সমর্থন জানিয়েছে।

কৃষকদের ডাকা ভারত বনধকে সমর্থন করেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী তথা টিআরএস প্রধান কে চন্দ্রশেখর রাও। উল্লেখ্য এই বিতর্কিত কৃষি আইন নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে এখনও পর্যন্ত পাঁচবার কৃষক প্রতিনিধিদের আলোচনা হয়েছে। কিন্তু কোন সমাধানসূত্র মেলেনি কৃষকরা এই নতুন কৃষি আইন বাতিলের দাবিতে অনড়।অন্যদিকে শনিবার কৃষকদের সঙ্গে বৈঠকে এই নতুন কৃষি আইনে একাধিক সংশোধনী আনার প্রস্তাবে সায় দেয় কেন্দ্রের মোদি সরকার। কিন্তু কৃষকরা তাদের একমাত্র দাবিতে অনড়। অর্থাৎ তারা কেন্দ্রের কাছে স্পষ্ট জানতে চেয়েছে নতুন কৃষি আইন বাতিল হবে কি হবে না। কেন্দ্র তার সিধান্ত ঘোষণা করলে কৃষকরা সেই মত পরবর্তী সিধান্ত নেবে বলে জানা গিয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?