অনলাইন ডেস্ক, ৬ ডিসেম্বর।। নেপলসের রাজা বলা হতো ডিয়েগো ম্যারাডোনাকে। গত ২৫ নভেম্বর তার মৃত্যুর পর নেপলসের মানুষের ম্যারাডোনার প্রতি ভালোবাসাটা আবারও দেখেছে বিশ্ববাসী। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে নিজেদের স্টেডিয়ামের নাম বদলের কথা বলা হয়েছিল। সেটি করে ফেলেছে নেপলস সিটি কাউন্সিল। স্তাদিও সান পাওলোর নাম এখন স্তাদিও ডিয়েগো আরমান্দো ম্যারাডোনা।
শুক্রবার নেপলস সিটি কাউন্সিলে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ম্যারাডোনার আকস্মিক মৃত্যুর পর তার নামে স্টেডিয়ামটির নামকরণের প্রস্তাব দিয়েছিলেন শহরটির মেয়র লুইগি দি ম্যাজিস্ত্রিস ও ক্লাবটির সভাপতি অরেলিও দে লরেন্তিস। ১৯৮৪ সালে রেকর্ড ট্রান্সফার ফিতে নাপোলিতে যোগ দিয়ে সাত মৌসুম খেলে দুটি সিরি-আ ও একটি উয়েফা কাপসহ পাঁচটি শিরোপা জিতেছিলেন তিনি।