অনলাইন ডেস্ক, ৬ ডিসেম্বর।। জর্জিয়ায় ভোটের ফলাফল উল্টে দিতে সাহায্য করার জন্য রাজ্যটির রিপাবলিকান গভর্নরের ওপর চাপ সৃষ্টি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ধারাবাহিক কয়েকটি টুইটে তিনি গভর্নর ব্রায়ান কেম্পকে রাজ্যের আইনসভার বিশেষ অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছেন। ওয়াশিংটন পোস্ট, সিএনএন, বিবিসিসহ প্রধান প্রধান সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, গতকাল জর্জিয়ায় নির্বাচনী প্রচারণায় যোগ দেওয়ার আগে ট্রাম্প রাজ্য গভর্নরকে ফোন করেন। ট্রাম্প নির্বাচনে পরাজয় স্বীকার করে নিতে অস্বীকৃতি জানাচ্ছেন আর বাইডেনের জয় ‘প্রতারণার মাধ্যমে এসেছে’ বলে কোনো প্রমাণ ছাড়াই অভিযোগ করে আসছেন।
ফোন করে ট্রাম্প বলেছেন, গভর্নর যেন রাজ্য আইনসভার বিশেষ অধিবেশন আহ্বান করেন। সেই অধিবেশনের মাধ্যমে যেন ফলাফল বাতিল করেন। জর্জিয়ার ভালদস্তায় দুই সিনেট প্রার্থীর পক্ষে প্রচারণার লক্ষ্যে আয়োজিত সমাবেশে ট্রাম্প আবার বলেছেন, ‘নির্বাচনে আমরা জিততে যাচ্ছি।’ আগামী ৫ জানুয়ারি দুই প্রার্থী জর্জিয়ায় সিনেটের গুরুত্বপূর্ণ দ্বিতীয় দফার ভোট মোকাবিলা করবে। এর ফলাফলের ওপর নির্ভর করবে ১০০ আসনের সিনেট কোন দলের নিয়ন্ত্রণে থাকবে। রিপাবলিকান দলের শক্ত ঘাঁটি হিসেবে বিবেচিত জর্জিয়ায় জো বাইডেন ১২ হাজার ভোটে জয়ী হয়েছেন। এর আগে ১৯৯২ সালে ডেমোক্রেটিক পার্টির বিল ক্লিনটন এ রাজ্যে জয়ী হয়েছিলেন।