অনলাইন ডেস্ক, ৬ ডিসেম্বর।। করোনা ভাইরাসে নাকাল বিশ্ব। সবাই সচেতন হচ্ছেন বিষয়টি নিয়ে। তবে এতো সচেতনতার মধ্যেই হাতে থাকা ফোনে যে টয়লেট সিটের চেয়ে ১০ গুণ বেশি জীবাণু থাকে সেটা অনেকেই জানি না।গবেষণায় দেখা গেছে, স্মার্টফোন দৈনিক গড়ে ৬৭ বার হাতে নেন ব্যবহারকারীরা। ভয়ের ব্যাপার হলো, আমাদের ফোনে ১৭ হাজারের মতো বিভিন্ন জীবাণু বেঁচে থাকতে পারে। এর মধ্যে করোনাভাইরাসের নাম আছে কিনা তা জানা যায়নি। তবে সতর্ক থাকাই ভালো।ফোনকে জীবাণুমুক্ত রাখতে অ্যাপল ও গুগল তাদের পেইজে গাইডলাইন দিয়েছে।
শুকনো পরিষ্কার তোয়ালে উষ্ণ জলে ভিজিয়ে ফোনের ডিসপ্লে ও ব্যাক প্যানেল মোছার পরামর্শ দিয়েছে অ্যাপল। তবে গুগল জানিয়েছে, কম ক্ষারযুক্ত সাবান জলের মিশ্রণ দিয়ে ফোন পরিষ্কার করলেও সমস্যা নেই।