স্টাফ রিপোর্টার, অমরপুর, ৬ ডিসেম্বর।। রবিবার অমরপুর নগর পঞ্চায়েত এবং হেপাটাইটিস ফাউন্ডেশন আব এিপুরার যৌথ উদ্যোগে কোভিড ১৯ এর উপর এক আলোচনা সভা এবং বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। অমরপুর নেতাজী কর্নারস্থিত বয়স্ক বিনোদন কেন্দ্রে এই আলোচনা সভা এবং স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করেন শান্তিকালী আশ্রমের মহারাজ চিও দেববর্মা। উপস্থিত ছিলেন অমরপুর নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন তরুণ চক্রবর্তী, অমরপুর মহাকুমার মহকুমা শাসক বিজয় সিনহা, এসডিএমও শুভেন্দু দেববর্মা, ডাঃ মনিরুল ইসলাম, ডাঃ দেবী প্রিয়া সাহা, অমরপুর প্রেস ক্লাবের সম্পাদক প্রাণময় সাহা সহ অন্যান্যরা। এইদিনের স্বাস্থ্য শিবির থেকে প্রায় ৪০০ জন লোক বিনামূল্যে চিকিৎসা পরিষেবা গ্রহণ করে।