স্টাফ রিপোর্টার, আগরতলা, ৬ ডিসেম্বর।। ৫৮ তম নিখিল ভারত অসামরিক প্রতিরক্ষা এবং গৃহরক্ষী বাহিনীর প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষ্যে এইদিন মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় এ ডি নগরস্থিত পুলিশ গ্রাউন্ডে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজস্ব মন্ত্রী এন সি দেববর্মা, রাজ্য পুলিশের মহানির্দেশক ভি.এস যাদব, রাজ্য পুলিশের অতিরিক্ত মহানির্দেশক রাজিব সিং সহ আরক্ষা দপ্তরের আধিকারিকরা। অনুষ্ঠানে ৬ টি প্লেটুনে কুচকাওয়াজ প্রদর্শন করা হয়। তার মধ্যে ৪ টি প্লেটুন ছিল হোম গার্ডের, একটি প্লেটুন ছিল এস.ডি.আর.এফ-এর, ও বাকি একটি প্লেটুন ছিল সিভিল ডিফেন্স-এর। কুচকাওয়াজ প্রদর্শন শেষে অভিবাদন গ্রহণ করে রাজস্ব মন্ত্রী এন.সি দেববর্মা।
এইদিনের অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মন্ত্রী এন.সি দেববর্মা বলেন স্বাধীনতার পর দেশে অসামরিক প্রতিরক্ষা এবং গৃহ রক্ষী বাহিনীর কাজ কর্ম প্রশংসনীয়। নিরবচ্ছিন্ন ভাবে তারা তাদের পরিষেবা চালিয়ে যাচ্ছে। যখনই দেশে কোন ধরনের অশান্তির পরিবেশ সৃষ্টি হয় তখনই অসামরিক প্রতিরক্ষা এবং গৃহ রক্ষী বাহিনী গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। তাই তাদের অবদান অস্বীকার করা যায়না। ১৯৭১ সালে ভারত-পাকিস্তানের যুদ্ধে এই দুই বাহিনীর অবদান দেশ ও জাতি কৃতজ্ঞতার সাথে স্মরণ করছে। উত্তর-পূর্বাঞ্চলের সন্ত্রাস দমন করতে গিয়ে এই দুই বাহিনীর যে সকল জওয়ান আত্মবলিদান দিয়েছে, তাদের প্রতি এইদিন শ্রদ্ধা জানান মন্ত্রী এন.সি দেববর্মা।