বিজেপির সংগঠন যথেষ্ট মজবুত রয়েছে ত্রিপুরায়, দুইদিনের সফরে এসে জানালেন নতুন প্রভারী বিনোদ সোনকর

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৬ ডিসেম্বর।। শনিবার প্রথম বারের মতো দুই দিনের রাজ্য সফরে আসেন প্রদেশ বিজেপির নব নিযুক্ত প্রভারি বিনোদ কুমার সোনকর। রাজ্য সফরকালে শনিবার তিনি প্রথমে যান উদয়পুরের ত্রিপুরা সুন্দরী মন্দিরে। তারপর তিনি শনিবার বিকালে রবীন্দ্র ভবনে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পরবর্তী সময় তিনি দলের নেতৃত্বদের সাথে পৃথক পৃথক ভাবে আলোচনা করেন।

রবিবার সকালে তিনি রাজ্য অতিথি শালায় বিজেপি দলের মন্ত্রী, বিধায়ক ও সাংসদদের সাথে পৃথক ভাবে আলোচনা করেন। রাজ্যে বিজেপির সংগঠনকে বুঝার চেষ্টা করেন তিনি। পরবর্তী সময় তিনি প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে মিলিত হন। সাংবাদিক সম্মেলনে তিনি জানান প্রদেশ বিজেপির প্রভারি হিসাবে দায়িত্ব পাওয়ার পর প্রথম বারের মতো তিনি রাজ্যে এসেছেন।

রাজ্যে এসে তিনি প্রথমে মাতার বাড়িতে গিয়েছেন। তারপর দলের কার্যকর্তাদের সাথে সাক্ষাৎ করেছেন। রবিবারও দলের মন্ত্রী, বিধায়ক ও সাংসদদের সাথে কথা বলেছেন। বিজেপি দল কার্যকর্তাদের দল। তাই দলের বিভিন্ন কার্যকরতাদের সাথে তিনি কথা বলেছেন। সকলের সাথে সাংগঠনিক বিষয়ে আলোচনা করেছেন। ত্রিপুরা রাজ্যে বিজেপির সংগঠনকে বুঝার চেষ্টা করেছেন।

সংগঠনকে মজবুত করার জন্য এবং সরকার ও সংগঠনের মধ্যে সমন্নয় রক্ষার জন্য তিনি লাগাতার কাজ করে যাবেন বলেও জানান। এইদিন প্রদেশ বিজেপির নব নিযুক্ত প্রভারি বিনোদ সোনকর যখন বিজেপি দলের মন্ত্রী বিধায়কদের সাথে রাজ্য অতিথিশালায় আলোচনা করছিলেন সাংগঠনিক বিষয়ে, তখন রাজ্য অতিথিশালায় বিজেপি দলের কিছু কার্যকরতা বিক্ষোভ দেখায়।

তাদের বক্তব্য ছিল তাদের কথা শুনতে হবে প্রভারিকে। এই বিষয়ে প্রশ্ন করা হলে প্রদেশ বিজেপির নব নিযুক্ত প্রভারি বিনোদ সোনকর জানান বিজেপি দল কার্যকরতাদের দল। বিজেপি দলে কার্যকরতাদের কথা শোনা হয়। দীর্ঘ দিন রাজ্যে বিজেপি দলের প্রভারি ছিল না। ফলে কার্যকরতারা তাদের কথা জানাতে পারেনি। তাই তারা এইদিন তাদের বক্তব্য তুলে ধরার জন্য এসেছিল।

তবে দুই দিনের রাজ্য সফরে সকলের সাথে আলোচনা করা সম্ভব নয়। প্রাথমিক ভাবে দলের নেতৃত্ব, মন্ত্রী বিধায়কদের সাথে আলোচনা করা হয়েছে। সকল কার্যকরতার সাথে কথা বলার জন্য অনেক সময় প্রয়োজন। তবে আগামিতে সকল কার্যকরতাদের সাথে কথা বলবেন বলেও জানান তিনি। তিনি আরও বলেন ত্রিপুরা রাজ্যে বিজেপির সংগঠন যথেষ্ট মজবুত রয়েছে।

মন্ত্রী সভার সম্প্রসারণের বিষয়ে প্রশ্ন করা হলে প্রদেশ বিজেপির নব নিযুক্ত প্রভারি জানান এই বিষয়ে আলোচনা চলছে। কোন সিদ্ধান্ত হলে পরবর্তী সময় জানিয়ে দেওয়া হয়। এইদিনের সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপির নব নিযুক্ত প্রভারি বিনোদ সোনকরের সাথে ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি ডাক্তার মানিক সাহা ও প্রদেশ বিজেপির মুখ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তী।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?