অনলাইন ডেস্ক, ৬ ডিসেম্বর।। ফের নক্ষত্র পতন বাংলা চলচ্চিত্র। ২০২০ সাল কেড়ে নিল আরেক জনপ্রিয় বাঙালি অভিনেতাকে। রবিবার সকালে ৯০ বছর বয়সে প্রয়াত হয়েছেন অভিনেতা মনু মুখোপাধ্যায়। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোকের ছায়া নেমে এসেছে বাংলা চলচ্চিত্র এবং টেলিভিশন জগতে। দীর্ঘদিন ধরেই হার্টের সমস্যায় ভুগছিলেন তিনি। ১৯৩০ সালের ১ মার্চ কলকাতায় জন্মগ্রহণ করেন মনু মুখোপাধ্যায়। তাঁর পিতার নাম অমরেন্দ্রনাথ মুখোপাধ্যায়। ১৯৪৬ সালে ভারতী বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাশ হওয়ার পর তিনি ভর্তি হন মনীন্দ্রচন্দ্র কলেজে।পড়াশোনার পাশাপাশি ছোট থেকে অভিনয়ের প্রতি আলাদা টান অনুভব করতেন তিনি।
পাড়ায় মহিলা চরিত্রে বহু নাটকেই অংশ নিয়েছেন। বিশ্বরূপায় প্রম্পটার হিসাবে কাজে যোগ দেন ১৯৫৭ সালে। ‘ক্ষুধা’ নাটকে অভিনয়ের সুযোগ পান। কালী বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করেন। তারপর ধীরে ধীরে নেশাকেই পেশা হিসাবে বেছে নেন। কালী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মৃণাল সেনের কাছে যান। তারপর ‘নীল আকাশের নীচে’ ছবির মাধ্যমে সিনে দুনিয়ায় প্রথম আত্মপ্রকাশ করেন অভিনেতা। এরপর সত্যজিৎ রায়, রোল্যান্ড জোফির মতো বিশ্বখ্যাত পরিচালকের সঙ্গে কাজ করেছেন মনু মুখোপাধ্যায়। সত্যজিৎ রায়ের ‘জয় বাবা ফেলুনাথ’ ছবিতে ‘মছলিবাবা’র চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেন। এছাড়াও, ‘গণশত্রু’, ‘পাতালঘর’, ‘মৃগয়া’র মতো ছবিতেও অভিনয় করেছেন তিনি। বর্ষীয়ান অভিনেতাকে বহু ধারাবাহিকেও অভিনয় করতে দেখা গিয়েছে।