স্টাফ রিপোর্টার, কদমতলা, ৬ ডিসেম্বর।। কদমতলার হরিনাছড়া এলাকায় ফাঁসিতে আত্মহত্যা করল এক ব্যক্তি। মৃত ব্যক্তির নাম কানাই দেব, বয়স ৩৮। কদমতলা থানার পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেয়। ঘটনার বিবরণে জানা যায়, উত্তর জেলার কদমতলা থানাধীন রানি বাড়ি গ্রাম পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা কানাই দেব। প্রতিদিনের ন্যায় শনিবার রাতে নিজের ঘরে ঘুমায় কানাই দেব। কিন্তু পরে কানাই দেবের কোন নড়াচড়া না পেয়ে তার পরিবারের লোকজন ঘরে গিয়ে দেখতে পায় সে ঘরে নেই।
পরিবারের তরফ থেকে শুরু হয় খুঁজাখুঁজি। ভোররাতে পরিবারের লোকজন দেখতে পায় তার ঘরের পেছনে প্রায় একশো মিটার দূরে বাগানের একটি গাছে কানাই দেব ফাঁসিতে ঝুলছে। খবর দেওয়া হয় কদমতলা থানায়। কদমতলা থানার এ.এস আই সঞ্জীব সরকারের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। ঘটনাস্থল থেকে কানাই দেবের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কদমতলা গ্রামীণ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেওয়া হয়। রবিবার মৃতদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। জানা গেছে কানাই দেব পেশায় দিনমজুরের কাজ করতেন। কদমতলা থানার এএসআই সঞ্জীব সরকার জানান প্রাথমিক তদন্তে জানা গেছে কানাই দেব দীর্ঘদিন থেকে মানসিক অবসাদে ভুগছিল। অনেক সময় পরিবারের কাউকে কিছু না বলে এদিক সেদিক চলে যেতে।