অরুণাচলের ভিতর নিঃশব্দে তিনটে আস্ত গ্রাম তৈরি করে ফেলল চিন

অনলাইন ডেস্ক, ৬ ডিসেম্বর।। গালওয়ান উপত্যকার ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে ভারত ও চিনের সম্পর্কের অনেকটাই অবনতি হয়েছে। গালওয়ানের ঘটনার প্রেক্ষিতে এই মুহূর্তে গোটা দেশের নজর সেদিকে। প্রতিরক্ষামন্ত্রক গালওয়ানে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর এলাকায় যখন ক্রমশই শক্তি বাড়াচ্ছে তখন অরুণাচলে নিঃশব্দে তিনটি গ্রাম তৈরি করে ফেলল চিন। বুমলা পাশ থেকে পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যেই এই তিনটি গ্রাম গড়ে তুলেছে বেজিং। ভারত, চিন এবং ভুটান সীমান্তের খুব কাছেই এই ঘটনা ঘটেছে। প্রসঙ্গত, সীমান্ত নিয়ে ভারত ও চিনের সমস্যা নতুন কিছু নয়।

বহু বছর ধরেই ভারতের বিভিন্ন এলাকাকে নিজেদের বলে দাবি করেছে চিন। কখনও উত্তরাখান্ড, কখনও অরুণাচল, কখনও সিকিম কখনওবা লাদাখকে নিজেদের এলাকা বলে দাবি করে বেজিং। এখনও তাদের মানসিকতা একই রকম রয়ে গিয়েছে। এরই মধ্যে কখনও সেনা পাঠিয়ে কখনওবা গ্রাম গড়ে তুলে নিজেদের আগ্রাসন দেখিয়ে চলেছে চিন। জানা গিয়েছে, বুমলা পাস সংলগ্ন এলাকায় চিনা এবং তিব্বতীদের নিয়ে এসে রাতারাতি তিনটি গ্রাম তৈরি করে ফেলেছে চিন। এভাবেই কৌশলে তারা নিজেদের আগ্রাসন চালিয়ে যাচ্ছে। গ্রাম গড়ার এই কৌশল অবশ্য নতুন নয়।

কয়েকদিন আগেই ভুটান সীমান্ত থেকে দুই কিলোমিটার ভেতরে একটি গ্রাম গড়ে তুলেছিল চিন। উপগ্রহ চিত্রে এই বিষয়টি নজরে আসে। ভুটানের ভিতরে শুধু গ্রাম নয়, সংলগ্ন এলাকায় রাস্তা তৈরি করেছে চিন। কূটনৈতিক স্তরে একাধিকবার চিনের এই কাজের প্রতিবাদ জানিয়েছে ভারত, ভুটান, এমনকি, নেপাল। কিন্তু সেই আপত্তিকে কার্যত উড়িয়ে দিয়ে চিন তাদের আগ্রাসন দেখিয়ে চলেছে। ভারতীয় প্রতিরক্ষামন্ত্রক যখন গালওয়ান নিয়ে ব্যস্ত, সে সুযোগে অরুণাচলে চিন গ্রাম গড়ার কাজ চালিয়েছে। কয়েকদিন আগেই জানা যায়, বেজিং সে দেশে ব্রহ্মপুত্রের উপর বড় মাপের একটি জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গড়তে চলেছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?