অনলাইন ডেস্ক, ৫ ডিসেম্বর।। বাংলা প্রবাদে বলে, ‘একা রামে রক্ষা নেই, সুগ্রীব দোসর’। একা সার্স-কোভ ২ বা কোভিড-১৯ ভাইরাসকে সামলাতে গিয়ে হিমসিম খাচ্ছে গোটা পৃথিবী। তার ওপরে বিজ্ঞানীরা বলছেন, বাদুড়ের শরীরে রয়েছে আরও কয়েক ধরণের করোনাভাইরাস, যা ছড়াতে পারে মানুষের শরীরেরও।
চিনের উহান প্রদেশ থেকে শুরু হয়েছিল করোনা মহামারী। সেখানকার গবেষক শি ঝেংলি একটি আন্তর্জাতিক ওয়েবিনারে সম্প্রতি বক্তব্য রাখেন।
তিনি বলেন, দক্ষিণ-পশ্চিম চিনে বাদুড়দের শরীরে মিলেছে অন্যান্য কয়েক প্রজাতির করোনা ভাইরাস। ইতিমধ্যেই সেই বাদুড়রা যে চিন সীমান্ত পেরিয়ে অন্য দেশে ছড়িয়ে পড়েনি, তাও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এই পরিস্থিতিতে অন্যান্য দেশগুলোতেও ওই ভাইরাসের উপস্থিতি খুঁজে বার করার ওপর জোর দিয়েছেন তিনি।
অতিমারীর শুরু থেকেই তরজায় জড়িয়েছে আমেরিকা ও চিন। এই শি ঝেংলির বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারকেই নোভেল করোনাভাইরাসের উৎস হিসেবে চিহ্নিত করা হয়। যদিও এই অভিযোগের স্বপক্ষে এখনও জোরালো কোনও প্রমাণ মেলেনি। তবে চিনে ভাইরাসের উৎপত্তির সম্ভাবনা তিনি একেবারে উড়িয়ে দেননি।