স্টাফ রিপোর্টার, আগরতলা, ৪ ডিসেম্বর।। রাজ্যে করোনার প্রকোপ আপাতত কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে৷ কিন্তু, তাতে নিশ্চিন্ত হওয়ার কোন সুযোগ নেই৷ কারণ, সারা দেশে দ্বিতীয় পর্যায়ের প্রকোপ বিভিন্ন রাজ্য-কে কাবু করতে শুরু করে দিয়েছে৷ ফলে, ত্রিপুরায় দ্বিতীয় পর্যায়ের প্রকোপ ভয়াবহ রূপ নেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷ এখন ক্রমশ সুস্থতার হার বেড়ে চলেছে৷
কারণ, সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ত্রিপুরায় এখন মাত্র ৪৫৫ জন৷ স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুসারে ২৪ ঘণ্টায় ত্রিপুরায় ২২৭৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তাতে, ৩৩ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ কিন্তু, ৬২ জন করোনা থেকে মুক্তি লাভ করেছেন৷ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ২৪ ঘন্টায় একজনও করোনা আক্রান্ত হয়ে মারা যাননি৷
এক্ষেত্রে করোনার সংক্রমণ কিছুটা নিম্নমুখী বলেই ধরে নেওয়া হচ্ছে৷ স্বাস্থ্য দফতরের রিপোর্টে আরও জানা গেছে, ত্রিপুরায় এখন পর্যন্ত ৫ লক্ষ ৩৫ হাজার ৩৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তাদের মধ্যে ৩২,৮৩৬ জনের রিপোর্ট পজিটিভ এসেছে৷ কিন্তু, এখন পর্যন্ত ৩১,৯৮৬ জন সুস্থ হয়ে উঠেছেন৷ ফলে, সক্রিয় করোনা আক্রান্ত সারা ত্রিপুরায় রয়েছেন ৪৫৫ জন৷ ত্রিপুরায় এখন পর্যন্ত ৩৬৯ জনের করোনা আক্রান্ত মৃত্যু হয়েছে৷
মাঝে মৃত্যুর হার প্রচন্ড বেড়ে গিয়েছিল৷ কিন্তু, এখন অনেকটাই কমেছে মৃতের সংখ্যা৷ স্বাস্থ্য দফতরের রিপোর্টে প্রকাশ, ত্রিপুরায় করোনা আক্রান্তের হার ৬.১৫ শতাংশ৷ সেই তুলনায় সুস্থতার হার ৯৭.৪৮ শতাংশ৷ তাছাড়া, মৃতের হার ১.১২ শতাংশ৷ এদিকে, ত্রিপুরায় প্রতি দশ লাখে কোভিড-১৯ পরীক্ষার সংখ্যা ১ লক্ষ ৩৩ হাজার ৯২৬৷