অনলাইন ডেস্ক, ৫ ডিসেম্বর।। বলিউড বা টলিউডের অভিনেত্রীরা ছাড়াও এখন টেলি অভিনেত্রীরাও বেশ চর্চিত হচ্ছেন। নিজেদের হট ফোটো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নেটিজেনদের মন কাড়ছেন। সম্প্রতি উন্মুক্ত ক্লিভেজ ,ব্যাকলেস, সেমি ন্যুড, সমস্ত ডি-গ্ল্যাম লুকেই নেটদুনিয়ায় কাঁপাচ্ছেন বাঙালি কন্যা অলিভিয়া সরকার।
আর অলিভিয়া মানেই নেগেটিভ চরিত্র, চোখ ধাঁধানো উপস্থিতি, সঙ্গে বোল্ড উপস্থিতি। এখনও পর্যন্ত বহু বাংলা সিরিয়ালে অলিভিয়া অভিনয় করেছেন। দিন দিন অলিভিয়া সরকার ক্রমশ বং ক্রাস হয়ে উঠছেন।।সিরিয়ালের চরিত্রের রহস্যের মতো বাস্তব জীবনেও পরতে পরতে রহস্য জিইয়ে রেখেছেন অভিনেত্রী।
একের পর এক উষ্ণ আবেদনে মোহময়ীকে দেখে নিজেদের ঠিক রাখা দায়। সম্প্রতি ইনস্টাগ্রামে হট ভিডিও শেয়ার করেছেন ‘সেক্সি লেডি’। যা প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় হৈ চৈ শুরু হয়ে গিয়েছে। সঙ্গে ঘুম কেড়েছে যুবকদের।