স্টাফ রিপোর্টার, কৈলাসহর, ৪ ডিসেম্বর৷৷ ঊনকোটি জেলার কৈলাসহরের ভারত-বাংলাদেশ সীমান্তে শীঘ্রই মনু ল্যান্ড কাস্টমসের কাজ শুরু হবে৷ ঊনকোটি জেলা সফরকালে বিএসএফ এর আইজি বি কে শর্মা সাংবাদিকদের এ তথ্য জানান৷
তিনি বলেন ঊনকোটি জেলায়ল্যান্ড কাস্টমস গড়ে ওঠে এলাকায় ব্যবসা-বাণিজ্যের উন্নতি সাধিত হবে৷উল্লেখ্য ওই সীমান্ত এলাকায় ল্যান্ড কাস্টমস গড়ে তোলার উদ্যোগ অনেকদিন আগে থেকেই গ্রহণ করা হচ্ছিল৷ নানা কারণে তা পিছিয়ে গিয়েছে৷অবশেষে বিএসএফ এর আইজি ঊনকোটি জেলা সফরকালে নিশ্চিত করেছেন শীঘ্রই সেখানে কাস্টমসের কাজ শুরু হবে৷
এ জন্য প্রশাসনের তরফ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানান৷ উল্লেখ্য ঊনকোটি জেলা সফরকালে বিএসএফ এর আইজি বিএসএফের বিভিন্ন ক্যাম্প পরিদর্শন করেছেন৷ সীমান্ত এলাকা পরিদর্শন শেষে তিনি জানান সীমান্ত এলাকায় বিএসএফের নজরদারি বৃদ্ধি করার নির্দেশ দেওয়া হয়েছে৷
সীমান্ত অপরাধ যাতে শূন্যের কোঠায় নামিয়ে নিয়ে আসা যায় সেজন্যই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন৷সীমান্ত অপরাধপ্রবণতা কমাতে তিনি সীমান্ত গ্রামগুলিতে বসবাসকারী জনগণ সহ সকল অংশের জনগণের সহযোগিতা আহ্বান করেছেন৷