অনলাইন ডেস্ক, ৫ ডিসেম্বর।। করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে মানুষ। ভ্যাকসিন নিয়েও চলছে অপেক্ষার প্রহর গোণা। আর মানুষের এই উদ্বেগের মধ্যেই পাল্লা দিয়ে সোশাল মিডিয়ায় ছড়াচ্ছে গুজবও। এবার এই গুজবের স্রোত রুখতে তৎপর হল ফেসবুক কর্তৃপক্ষ। জরুরি ভিত্তিতে করোনা টিকা নিয়ে ভুয়ো পোস্ট মুছে ফেলছে ফেসবুক।
সংস্থার তরফে একথা জানানো হয়েছে। এর আগেও ভুয়ো তথ্য থাকা বেশ কয়েক হাজার পোস্ট মুছে দিয়েছে তারা। কেউ যদি দাবি করে যে কোভিড ভ্যাকসিন তাদের কাছে আছে, সেই পোস্টকে ভুয়ো পোস্ট হিসেবেই গণ্য করা হচ্ছে। সঙ্গে সঙ্গে সরিয়ে দেওয়া হচ্ছে সাইট থেকে। ফেসবুকের অধীনেই রয়েছে ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মধ্যে সামাজিক মাধ্যমও। সেখানেও এধরণের ছাঁকনির প্রয়োগ করে ভুয়ো খবর সরিয়ে নেওয়া হচ্ছে। এখনও পর্যন্ত একমাত্র ব্রিটেনেই ভ্যাকসিনে অনুমোদন দেওয়া হয়েছে।
অনুমোদন পেয়েছে ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন। এছাড়া কোনও সংস্থা এখনও পর্যন্ত কোথাও চূড়ান্ত অনুমোদন পায়নি। কিন্তু তা সত্ত্বেও বিভিন্ন কাল্পনিক পদ্ধতির কথা প্রচার করা হচ্ছে সোশাল মিডিয়ায়। কেউ কেউ আবার শরীরে মাইক্রোচিপ ঢুকিয়ে ভ্যাকসিন প্রয়োগের তত্ত্বও হাজির করছে। আর এধরণের ভুয়ো তথ্য বিভ্রান্ত করছে সাধারণ মানুষকে।
এছাড়াও কোনও কোনও সম্প্রদায়ের ওপর অনুমোদন ছাড়াই ভ্যাকসিন পরীক্ষা করা হচ্ছে বলে উস্কানিমূলক পোস্ট করছেন কেউ কেউ। এধরণের পোস্টে রয়েছে অশান্তি ছড়ানোর আশঙ্কা। সঙ্গে সঙ্গে এধরণের পোস্ট মুছে ফেলার ওপর জোর দিচ্ছে ফেসবুক।