অনলাইন ডেস্ক, ৫ ডিসেম্বর।। গোটা বিশ্ব লড়ছে করোনার সঙ্গে। কোনও কিছুতেই যেন বাগে আনা যাচ্ছে না। এ পর্যন্ত বিশ্বে মৃত্যু ১৫ লক্ষ ২৪ হাজার ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা ৬ কোটি ৬২ লক্ষের গণ্ডি পার করেছে। মৃত-আক্রান্তের নিরিখে শীর্ষে আমেরিকা। করোনায় সবথেকে ক্ষতিগ্রস্ত আমেরিকা, ভারত ও ব্রাজিল। আমেরিকায় এখনও পর্যন্ত ২ লক্ষ ৮৫ হাজার ৫৫০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত ১ কোটি ৪৭ লক্ষ ৭২ হাজার ৫৩৫।
ইউরোপও করোনার দ্বিতীয় ধাক্কায় কাবু। সম্প্রতি মার্কিন সংস্থাটির তৈরি প্রতিষেধককে জরুরি ভিত্তিতে প্রয়োগের ছাড়পত্র দিয়েছে বরিস জনসনের সরকার। স্বাস্থ্য মন্ত্রক শুধু জানিয়েছে, আগামী সপ্তাহের মধ্যে ৮ লক্ষ ডোজ় হাতে আসবে। টিকাকরণ শুরু হয়ে যাবে সঙ্গে সঙ্গেই। প্রসঙ্গত, বৃহস্পতিবার বেলজিয়ামের গবেষণাগার থেকে ব্রিটেনে এসে পৌঁছেছে ফাইজারের ভ্যাকসিন।
এদিকে ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার (৫ ডিসেম্বর) সকাল পর্যন্ত করোনায় সারা বিশ্বে মৃত্যু হয়েছে ১৫ লক্ষ ২৪ হাজার ২৬০ জনের। মোট আক্রান্ত ৬ কোটি ৬২ লক্ষ ২৪ হাজার ৩৫৮। বিশ্বে মোট সুস্থ ৪ কোটি ৫৮ লক্ষ ০৮ হাজার ২৭৮। ভারতের আক্রান্তের সংখ্যা প্রায় ৯৬ লক্ষ। ব্রাজিলে মোট মৃত্যু ১ লক্ষ ৭৫ হাজার ৯৮১। আক্রান্ত ৬৫ লক্ষ ৩৪ হাজার ৯৫১।