স্টাফ রিপোর্টার, ৪ ডিসেম্বর।। উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার কদমতলা থানা এলাকায় ইয়াকুব নগর সীমান্তে তল্লাশি চালানোর সময় বিএসএফের জওয়ানরা বারোটি গবাদিপশু আটক করতে সক্ষম হয়েছেন। গবাদি পশু গুলো পাচারকারীরা সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল। ইয়াকুব নগর সীমান্তে টহলরত বিএসএফ এর ১৬৭ নম্বর ব্যাটেলিয়ানে জওয়ানরা দেওয়ার সময় পাচারকারীদের দেখতে পান। তখনই টহলদারি বাহিনীর জওয়ানরা এগিয়ে আসেন। বিএসএফ জওয়ানরা এগিয়ে আসছে দেখে পাচারকারীরা গরু গুলো ফেলে পালিয়ে যায়। সেখান থেকে বারটি গবাদিপশু উদ্ধার করতে সক্ষম হয়েছে বিএসএফ জওয়ানরা।
কিন্তু পাচারকারীদের আটক করা সম্ভব হয়নি।উদ্ধার করা গবাদি পশু গুলো কদমতলা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।উল্লেখ্য ইয়াকুব নগর সীমান্ত দিয়ে প্রায় সময়ই পাচারকারীরা সীমান্ত দিয়ে বাংলাদেশে গরু পাচার করে চলেছে। সীমান্তে টহলরত বিএসএফ জওয়ানরা এযাবৎ বেশ কয়েকবার বেশ কিছুসংখ্যক গরু আটক করতে সক্ষম হয়েছে। বিএসএফের তৎপরতার ফলে তাদের পাচারের উদ্দেশ্য বারবার ব্যর্থ হচ্ছে। এ ধরনের প্রয়াস অব্যাহত থাকবে বলে বিএসএফের কর্মকর্তারা জানিয়েছেন।